জোর চর্চা ‘বিগ বস ১৫’ নিয়ে। শমিতা শেট্টি এবং দেবলীনা ভট্টাচার্যের মধ্যে তুমুল লড়াই নজরে আসছে দর্শকদের। অন্যদিকে, করণ কুন্দ্রা এবং প্রতীক সেহজজপালও কম যাচ্ছেন না। খবর, গত সপ্তাহে বাড়িতে এই দুটি বড় মারামারির পরে, সলমন খান ‘উইকেন্ড কা বার’ এপিসোডে এই প্রসঙ্গটি তুলতে চলেছেন। প্রতীক কেন বার বার তাঁর লক্ষ্য? করণকে প্রশ্ন করতে চলেছেন সলমন। সঙ্গে বলেন, ‘আসব না কি ঘরে? আমকেও তুলে নিয়ে ছুড়ে ফেলে দেখাও।’
অন্যদিকে, শমিতাকে নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে সলমনের বিরুদ্ধে। যদিও এই সপ্তাহে শমিতা শেট্টিকেও রেহাই দেবেন না বিগ বস হোস্ট, তেমনটাই খবর। এই প্রথম শমিতাকে বকুনি চলেছেন সলমন খান। অভিজিৎ বিচকুল, শমিতাকে কঠিন প্রশ্ন করতে চলেছেন সলমন। এখনে শমিতা কী উত্তর দেবেন, তা আগামী পর্বেই জানা যাবে। পাশাপাশি করণ কুন্দ্রাকেও বকাবকি করতে দেখা যাবে সলমনকে।
সূত্রের খবর, এই সপ্তাহে 'উইকেন্ড বা বার' এপিসোডে কোনও এলিমেনেশন হবে না। ‘দ্য় খবরি’র টুইটে আরও বলা হয়েছে, সলমন খান বলবেন যে এই সপ্তাহে কেউ গৃহহীন হবে না। সেই সঙ্গে আরও বলেন, 'ভেতরে পচতে থাকো।'