ডাব্বু বলেন, ‘একবার আমার ক্যালেন্ডারের জন্য বরুণের ছবি তুলতে শ্যুটিংয়ে গিয়েছিলান। সেটা ছিল দক্ষিণ মুম্বইয়ের হর্নিম্যান সার্কেলে। সেখানে তখন বরুণ রাস্তায় হাঁটছিলেন। আমি ক্যামেরা বের করতেই হঠাৎ পুলিশ এসে হাজির। বরুণ আমাকে বলেছিল, আপনার এই ফটোশ্য়ুটের জন্য একদিন আপনি আমাকে গ্রেফতার করিয়ে তবেই ছাড়বেন।’
ডাব্বু রত্নানি ও বরুণ ধাওয়ান
দেখতে দেখতে বিনোদন দুনিয়ায় ২৫ বছর কাটিয়ে ফেললেন খ্যতনামা ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। আর সেই সুবাদেই ডাব্বু রত্নানি সঙ্গে জমে উঠেছিল হিন্দুস্তান টাইমস-এর আড্ডা।
ফটোগ্রাফিকে পেশা করার বিষয়ে কথা বলার সময় ডাব্বু রত্নানি বলেন, ' প্রথম দিকে আমি অ্যাড ফটোগ্রাফার হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলাম। মডেল অভিনেতাদের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের জন্য ফটোশ্যুট করা ছিল আমার কাজ। আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল একটি ফিল্ম। সেখানে আমি একজন সহকারী ছিলাম। সেসময়ে, ফটোগ্রাফিকে কেউ পেশা হিসাবে আলাদা করে ভাবতই না। তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, এইসব পেশাকেই সম্মানীয় পেশা হিসাবে মনে করা হত। শুরুতে ফটোগ্রাফারের পেশায় কোনও সম্মান ছিল না। আর তখনই আমি এই ফটোগ্রাফিকেই পেশা হিসাবে গ্রহণ করি। তবে আজ এটি একটি স্বীকৃত পেশা। আমি কিন্তু কোনওদিনই নিজের পছন্দকে ছোট করে দেখিনি। আমার কাজ ছিল সেরাটা দেওয়া। প্রথমদিন থেকেই এই কাজকে আমি উপভোগ করেছি।