সলমন খান মানেই নতুন কিছু খবর। কিছুদিন আগেই নেটফ্লিক্স-এর নতুন অনুষ্ঠান কপিল শর্মা শোয়ে এসে সহকর্মী, ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু বলেন ভাইজান, যা বেশ কিছুদিন কেড়ে নেয় খবরের শিরোনাম। এবার আবার নতুন একটি পোস্ট করে টাইমলাইনে এলেন সলমন।
শুক্রবার ভোরবেলা X হ্যান্ডেলে একটি নতুন ছবি পোস্ট করেন সলমন। ছবিতে একটি নীল রঙের ফুল হাতা জামা পরে থাকে দেখা যায় তাঁকে। ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়ে ছবি তোলেন তিনি। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সঠিক পথে কঠোর পরিশ্রম করুন। ঈশ্বর আপনার প্রচেষ্টাকে আশীর্বাদ দেবে। আপনি অত্যন্ত দক্ষ। এবার যা বললাম তা ইংরেজিতে ট্রান্সলেট করে নিন।’
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
বেশ মজার এই ছবিতে সলমনের থেকেও যেটি সকলের নজর কেড়েছে সেটি হল ভাইজানের পেছনের টেবিলে রাখা নতুন ছবির পোস্টার। খুব শীঘ্রই ভাইজানের নতুন ছবি গালেওয়ান আসতে চলেছে। সম্ভবত সেই ছবির পোস্টারই রাখা ছিল অভিনেতার পেছনে।
সলমনের পোস্ট দেখে একজন লেখেন, ‘পেছনে দেখুন, গালেওয়ান পোস্টার রাখা রয়েছে। আপনার নতুন ছবির জন্য ভীষণ উত্তেজিত।’ দ্বিতীয় একজন লিখেছেন, ‘আপনার নতুন ছবির পোস্টারটা কি আপনার পেছনে রাখা?’
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
অন্য এক নেটিজেন ভাইজানের বুদ্ধির তারিফ করে লিখেছেন, ‘এমন ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার বুদ্ধির তারিফ করতেই হয়।’ চতুর্থ জন লিখেছেন, ‘কোনটা দেখব তোমার ছবি না পোস্টার?’ তবে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, ভাইজান যে নিজের নতুন ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন ইতিমধ্যেই, সেটা এই ছবি দেখেই স্পষ্ট হয়ে যায়।