এক ডার্ক ওয়েবসাটইটের পাল্লায় পড়ে মাদকাসক্ত বোনের রহস্য মৃত্যু। ওই ডার্ক ডেয়ার অ্যাপের সন্ধানে দিয়া। আসছে নতুন ওয়েব সিরিজ ‘এনক্রিপটেড’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার, ঐশ্বর্য সেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিচা শর্মা, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, অর্পিতা দাস, রানা মুখোপাধ্যায়, সূর্যেন্দ্র বাগচী, ইন্দ্রনীল দে, সানু সোমনাথ প্রমুখ।
ছবির কাহানি এবং পরিচালনায় সৌপ্তিক চক্রবর্তী। সিরিজের সৃজনশীল পরিচালকের আসনে রণিতা দাস। যৌথভাবে ছবির প্রযোজনায় রণিতা দাস ও সৌপ্তিক সি। সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন রণিতা।
দিয়া ও তানিয়া, দুই বোনের জীবনকে কেন্দ্র করে এগোবে সিরিজে গল্প। দিয়ার চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার, তানিয়ার চরিত্রে রয়েছেন ঐশ্বর্য সেন। ঠিক যেন ডার্ক ওয়েবের জালে জড়িয়ে গল্প এগোবে 'এনক্রিপটেড'-এর। প্রকাশ্যে 'এনক্রিপ্টেড'-এর প্রথম টিজার লুক, দেখুন-
প্রেমে ব্যর্থ হয়ে তানিয়া মাদকাসক্ত হয়ে পড়ে। এই আসক্তির কারণে প্রচুর অর্থব্যয় করতে শুরু করে সে। খুব অল্প সময়ের মধ্যেই তানিয়া আর্থিক অনটনের শিকার হয়। সহজে টাকা আয়ের উপায় খুঁজতে থাকে সে। ঠিক এই সময়ে একটি আইটি কোম্পানির 'ডার্ক ডেয়ার' শীর্ষক অ্যাপ্লিকেশন তানিয়ার হাতে এসে পরে। সেখানে সাহসী কিছু টাস্কের মধ্যে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর খুনের মতো ঘটনাও এসে পড়ে। আরও পড়ুন: Encrypted: বোনের রহস্য মৃত্যুর সন্ধানে দিয়া! আসছে রোমহর্ষক থ্রিলার ‘এনক্রিপটেড’