বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং তাঁদের অন্তরঙ্গ ক্রিসমাস পার্টির ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর সেই ছবির মধ্যেই তাঁরা শেয়ার করেছেন দুয়ার ছবি!
কিছুদিন আগেই দীপিকার কোল আলো করে এসেছে মেয়ে দুয়া। তার জন্মের পর দীপিকা-রণবীর সেই খবর স্যোশাল মিডিয়ায় সব অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আর তখন থেকেই অনুরাগীরা দুয়াকে একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিছুদিন আগে দিওয়ালিতে ছোট্ট দুয়ার একটি মিষ্টি ছবিও শেয়ার করেছিলেন তাঁরা। যদিও সেখানে তার মুখ দেখা যায়নি, কেবল পা দেখা গিয়েছিল। আর এবার মেয়ের প্রথম ক্রিসমাসে দুয়ার ছবি শেয়ার করলেন দীপিকা।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি মন ছুঁয়ে যাওয়া ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁদের ক্রিসমাস ট্রিতে কিছু কাস্টমাইজড বাউবল ঝোলানো রয়েছে। আর সেই বলগুলির উপর সোনালি রঙে লেখা আছে রণবীর, দীপিকা, দুয়ার নাম। আসলে এই বলগুলি তাঁদের ভালবাসার প্রতীক। ছবিটি শেয়ার করে দীপিকা ক্যাপশন লিখেছেন, ‘আমার মন আনন্দে ভরপুর।’
ছবিটি পোস্ট করতেই তা হয়েছে ভাইরাল। ভক্তরা ভালোবাসা ও শুভ কামনায় ভরে দিয়েছেন। শুভাকাঙ্ক্ষীরা এবার দীপিকাকে তার মেয়ের মুখের একটি ছবি শেয়ার করতেও অনুরোধ করেছেন।
আরও পড়ুন: ‘আমাকে খারাপ লাগাতে গেলেও ট্যালেন্টেড হতে হবে…’, জন্মদিনে শুভশ্রীর স্বামী রাজকে খোঁচা দেবের?
তবে মজার বিষয় হল দীপিকার এই কাণ্ড দেখে নেটিজেনরা অনেকেই আলিয়া-রণবীরের প্রসঙ্গ টেনে এনেছেন। তাঁদের মতে 'রালিয়া'কে নকল করেছেন দীপিকা-রণবীর। কারণ দুয়ার প্রথম ক্রিসমাসে তাঁরা যেভাবে তার নাম বলে লিখে পোস্ট করেছেন, ঠিক একই ভাবে আলিয়া-রণবীরের মেয়ে রাহা নাম বলে লিখে ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে পোস্ট করেছিলেন সোনি রাজদান (আলিয়ার মা, রাহার দিদা)। সেখানে কেবল রাহা নয় রণবীর কাপুর, আলিয়া ভাট, শাহীন ভাট, সোনি রাজদানের নামও লেখা আলাদা আলাদা বল দিয়ে সাজানো ছিল।

আরও পড়ুন: ৫ নং স্বপ্নময় লেন নিয়ে ব্যস্ততা, তার মাঝেই রাস্তা ধারে বসে সমর দা'র বিরিয়ানি খেলেন মানসী সিনহা!
প্রসঙ্গত, দীপিকা এবং রণবীর সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তানের জন্ম দেন। কাজের সূত্রে, দীপিকা এবং রণবীরকে শেষবার রোহিত শেঠির ছবি 'সিংহাম এগেইন'- এ বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁরা ছাড়াও ছবিতে ছিলেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, টাইগার শ্রফ, অক্ষয় কুমার এবং অর্জুন কাপুর। রণবীরকে পরবর্তীতে কিয়ারা আডবানীর সঙ্গে 'ডন ৩' ছবিতে দেখা যাবে।
অন্যদিকে, দীপিকা বর্তমানে তাঁর মাতৃত্বকালীন বিরতি উপভোগ করছেন। এরপর তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে 'দ্য ইন্টার্ন'-এর হিন্দি রিমেকের কাজ করবেন বলে শোনা গিয়েছে। তাছাড়াও 'কল্কি'-এর পরবর্তী পার্টের কাজও ২০২৫-এ শুরু হবে বলে খবর।