৯০-এর দশকের উজ্জ্বল মুখ ইন্দ্রাণী হালদার। প্রসেজিৎ চট্টোপাধ্যায় থেকে চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পালের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের একাধিক ভালো ভালো হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ঋতুপর্ণ সেনগুপ্তের 'দহন' ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। তবে কেবল ছবি নয়। ছোট পর্দাতেও একের পর এক হিট মেগা উপহার দিয়েছেন দর্শকদের। ‘গোয়েন্দা গিন্নি’ থেকে 'সীমারেখা' তাঁর সব ধারাবাহিকই দর্শকদের মনজয় করে নিয়েছিল। তবে তাঁর সব থেকে চর্চিত মেগা হল 'শ্রীময়ী'। এই ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
আরও পড়ুন: বিয়ে ভাঙছে দীপ্সিতা-কৌশিকের! ‘সব রকম ভাবে চেষ্টা করেও…’, লিখলেন অভিনেত্রী
ইন্দ্রাণী হালদারকে শেষ এই 'শ্রীময়ী' ধারাবাহিকেই দেখা গিয়েছিল, তাও ২০২১ সালে। তারপর থেকে আর সেই ভাবে নায়িকার দেখা মেলেনি পর্দায়। মাঝে একবার খুব সম্ভবত একটি মাচা করতে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর সেই ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। সেই সময় দেখা গিয়েছিল অভিনেত্রীর ওজন বেশ খানিকটা বেড়ে গিয়েছে। আর এই ওজন বৃদ্ধির জন্য তাঁকে অনেক কটূক্তিও সহ্য করতে হয়েছিল। তবে সেই সময় জানা গিয়েছিল যে শারীরিক সমস্যার কারণেই নাকি এই ওজন বৃদ্ধি। তারপর থেকে আর নায়িকার দেখা মেলেনি। কিন্তু এখন কেমন আছেন তিনি? বর্তমানে কী করছেন? এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, মনের মতো কাজ না পাওয়ার জন্যই নাকি পর্দা থেকে সরে আছেন।
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন ,'মাঝের ক’টা বছরে অনেক চরিত্রের সুযোগ এসেছে। কিন্তু কোনওটাই করার মতো বলে আমার মনে হয়নি। বেশির ভাগ চরিত্রই প্রায় ‘শ্রীময়ী’র ধাঁচের। তাই আমি না করে দিয়েছি। সত্যি বলতে ‘শ্রীময়ী’ যে জনপ্রিয়তা, ভালোবাসা পেয়েছে সেই মান রাখতে হলে আমায় তেমনই কোনও ভাল চরিত্রে কাজ করতে হবে।'
আরও পড়ুন: হাতে কাজ নেই অনির্বাণের, ‘সিরিজ-সিনেমার জন্য কেউ আর ডাকেনি…’, অভিনয় বন্ধ হওয়া নিয়ে আশঙ্কায় নায়ক!
তবে পর্দা থেকে দূরে সরে থাকলেও টলিপাড়ার কাজ, বলা ভালো ছোট পর্দার কাজের ধরন নিয়ে তিনি যথেষ্ঠ ওয়াকিবহাল। তাঁর কথায়, ‘এখন খুব অল্প দিনেই শেষ হচ্ছে ধারাবাহিকগুলো। আমাদের কাহিনি সম্প্রচারিত হয়েছিল প্রায় আড়াই বছর ধরে। এখনকার গল্পগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। বহু বছর কাজ করছি। তেমন কাজ না হলে করতে চাই না। তার চেয়ে বরং বাইরে ঘুরতে যাব। লন্ডন, প্যারিস ঘুরে বেড়াব তা-ও ভাল।’