টলিপাড়ায় কান পাতলেই এখন ভাঙনের শব্দ। শুধু সদ্য বিবাহিত দম্পতিরাই নন, বহু বছর ধরে সম্পর্কে আবদ্ধ ছিলেন এমন সব তারকা জুটির সম্পর্কও নানা সময় ভেঙে যাওয়ার খবর শোনা যায়। মঙ্গলবার সকাল থেকে ছোট পর্দার দুই জনপ্রিয় নায়িকার বিচ্ছেদের খবর এখন চর্চায়।
এদিন একদম সকালে সমান আসে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়ের বিচ্ছেদের খবর। অন্যদিকে, তারপরই মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে আসে দীপ্সিতা মিত্র এবং কৌশিক চক্রবর্তীও বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। আর এই সবের মাঝেই ফের পোস্ট করলেন মধুবনী গোস্বামী। নায়িকার বিগত কয়েকদিনের নানা পোস্ট ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছিল। ফের এই সব বিচ্ছেদের খবরের মাঝে স্বামী রাজা গোস্বামীর সঙ্গে ছবি দিয়ে তাঁদের যে বিচ্ছেদ হচ্ছে না তেমনটাই পোস্ট করে বিতর্কে জড়ালেন নায়িকা।
আরও পড়ুন: সায়ক চক্রবর্তীর দাদা ও 'কুটনি বৌদি’র ডিভোর্স! বিয়ে ভাঙছে অভিনেত্রী সুস্মিতার
কী পোস্ট করেছেন মধুবনী?
তিনি মঙ্গলবার বিকেলে স্বামী অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে তাঁদের বিয়ের সময়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নাহ! আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন… আমরা প্রত্যেক বছর, আমাদের বিবাহবার্ষিকী পালন করব… লোকে বলে, আজকাল সম্পর্কের গ্যারেন্টি হয় না… কিন্তু, রাজা-মধুবনীর সম্পর্কের গ্যারেন্টি ছিল, আছে এবং থাকবে… চিরকাল…। পুনশ্চ- NAZAR is NOT real… Atleast, in my case.. Rather our case’
কে কী লিখছেন?
আর তাঁর এই পোস্ট দেখে নেটিজেনরা বেশ বিরক্ত হয়ে পড়েন। একজন লেখেন, ‘আপনার কথাতে কোথায় একটা অহংকারের সুর... কোনও সম্পর্কে কেউ গ্যারেন্টি দিতে পারে না। আমি কবে থেকে দেখছি, আপনি উল্টোপাল্টা ক্যাপশন দেন। কারণটা কি ভিউস পাবার জন্য?’ আর একজন লেখেন, ‘সম্পর্কটা টিকে আছে, আপনারা খুশিতে আছেন বেশ ভালো কথা। কিন্তু সবসময় ’আমরা ভালো আছি, খুশিতে আছি' আদৌও এগুলো বলার কোনও দরকার আছে কি? খুশিতে আছেন থাকুন না? কে বারণ করেছে আপনাদের খুশিতে থাকতে? একটা কথা মনে রাখবেন খুশিতে থাকাটা দরকার, দেখানো টা নয়।'
আরও পড়ুন: বিয়ে ভাঙছে দীপ্সিতা-কৌশিকের! ‘সব রকম ভাবে চেষ্টা করেও…’, লিখলেন অভিনেত্রী
আর একজন লেখেন, ‘অহংকার পতনের মূল। ঈশ্বরের দিতেও সময় লাগেনা। কেড়ে নিতেও সময় লাগে না। ভালো আছেন ভালো থাকুন। কিন্তু অন্যদের ছোট করে নিজেদের মহাসুখী প্রমান করার জন্য এত শো অফ না করাই ভালো। আর কার কখন কী দিন আসে বলা যায়না।’ আর একজন লেখেন, ‘আমার মা-বাবাও ৩২ বছর ধরে একসঙ্গে আছেন। তাঁদের আপনাদের মতো ঘটা করে বিজ্ঞাপন দিতে লাগে না।’