বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev: 'দেশের প্রতি কর্তব্যকে...' গরুপাচার কাণ্ডে ইডির তলবে দেবেন সাড়া? টলিউড নিয়েই বা কী পরিকল্পনা দেবের?
পরবর্তী খবর
Dev: 'দেশের প্রতি কর্তব্যকে...' গরুপাচার কাণ্ডে ইডির তলবে দেবেন সাড়া? টলিউড নিয়েই বা কী পরিকল্পনা দেবের?
1 মিনিটে পড়ুন Updated: 17 Feb 2024, 08:31 AM ISTSubhasmita Kanji
Dev: গত বছরের মতো এই বছরটাুও যে দেবের বেশ জমাটি হতে চলেছে সেটা স্পষ্ট। তাঁর কেরিয়ার থেকে শুরু করে সন্দেশখালি কাণ্ড, ইডির তলব নিয়ে কী বললেন?
টলিউড নিয়ে দেবের আগামী পরিকল্পনা কী?
সদ্যই টলিউড ইন্ডাস্ট্রিতে ১৮ বছর পার করলেন দেব। বর্তমানে তিনি টলিউডের সুপারস্টার নন কেবল একই সঙ্গে একজন দক্ষ প্রযোজকও বটে। ২০২৩ এর মতো ২০২৪ সালটাও বেশ ব্যস্ততায় কাটছে তাঁর। তার ফাঁকেই সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এই ইন্ডাস্ট্রিতে ১৮ বছর পার থেকে শুরু করে কেরিয়ার, রাজনীতি সব কিছু নিয়েই উত্তর দিলেন তিনি।
দেব কেন বললেন ১ মাসের জন্য বাংলায় এসেছিলেন?
দেব এদিন সাক্ষাৎকারে জানান, 'অগ্নিশপথ ছবিতে সুযোগ পাই তারপর এসভিএফের সঙ্গে আলাপ এবং দ্বিতীয় ছবি। আর সেটা হিট। এটা না হলে হয়তো আমি আবার মুম্বই ফিরে যেতাম। বাবার ব্যবসায় যোগ দিতাম বা সহকারী পরিচালক হতাম বা মডেলিং করেই কাটাতাম। অভিনেতা তো বাই চান্স হয়ে গিয়েছি। এখানে ১ মাসের জন্য এসেছিলাম। ১৮ বছর থেকে গেলাম। যখন আসি বাংলা ভাষাটা জানতাম না তেমন। এখানে এসে শিখেছি লিখতে পড়তে।'
দেবকে টেক্কা ছবিতে জমাদারের বেশে দেখা যাবে। অন্যদিকে খাদানে তিনি কয়লা শ্রমিক হিসেবে ধরা দেবেন। এই বদল নিয়ে তিনি বললেন, 'এই বদলগুলো খুবই উপভোগ করি। আমি চাই এক একটা ছবিতে আমায় যেন এক একটা মানুষ লাগে। মানুষ যে চরিত্রে আমায় ভাবতেই পারবে না আমি সেই চরিত্র করতে চাই। ১৮ বছর কাটালাম, যদি আরও ১৮ বছর কাটাতে চাই তাহলে নিজেকে ভাঙতে হবে।'
তবে টেক্কা ছবিতে যতই একেবারে অন্যরকম চরিত্রে তিনি অভিনয় করুন না কেন দেব জানিয়েছেন খাদান ছবিতে তাঁর চরিত্র সব থেকে চ্যালেঞ্জিং। কিন্তু কেন সেটা ছবি দেখলেই নাকি জানা যাবেন
সন্দেশখালি নিয়ে দেবের মত, কী বললেন ইডি তলব নিয়ে?
সন্দেশখালি কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দিলেন দেব। জানালেন, 'প্রশাসনের উচিত এমন কাজ করা যাতে মানুষ নির্ভয়ে ভালো থাকতে পারে।' একই সঙ্গে ইডি তলব নিয়ে জানালেন তিনি তাঁর কর্তব্য পালন করবেন। যাবেন সেখানে।