হৃত্বিকের সঙ্গে মিলেই ‘এক পলকা জিনা' সেই স্টেপ তাঁর মতো করে অনুকরণ করার চেষ্টা করছেন ভিকি। মাঝে থেমে গিয়ে বলিউডের 'গ্রিক গড'-এর সামনেই মাথা নত করেন ভিকি। এদিকে হৃত্বিক-ভিকির এই যৌথ নাচের ভিডিয়োতে ইতিমধ্যেই মুগ্ধ নেটপাড়ার লোকজন। ভিডিয়োর নিচে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।
হৃত্বিক-ভিকির নাচ
'এক পলকা জিনা, ফির তো হ্যায় যানা', কহো না প্যায়ার হ্যায় ছবিতে হৃত্বিকের সেই আইকনিক নাচ মন কেড়েছিল বহু সিনেমপ্রেমীর। ফের একবার সেই আইকনিক নাচের স্টেপই দেখার সুযোগ মিলল IIFA-র মঞ্চে। সৌজন্যে সেই হৃত্বিক রোশন। তাঁর সঙ্গে তাঁর মতো করেই সেই স্টেপগুলি নকল করার চেষ্টা করলেন ভিকি কৌশল। কিন্তু হল কি?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হৃত্বিকের সঙ্গে মিলেই ‘এক পলকা জিনা' সেই স্টেপ তাঁর মতো করে অনুকরণ করার চেষ্টা করছেন ভিকি। মাঝে থেমে গিয়ে বলিউডের 'গ্রিক গড'-এর সামনেই মাথা নত করেন ভিকি। এদিকে হৃত্বিক-ভিকির এই যৌথ নাচের ভিডিয়োতে ইতিমধ্যেই মুগ্ধ নেটপাড়ার লোকজন। ভিডিয়োর নিচে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।