কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’-এর অঞ্জলি শর্মাকে মনে আছে? মুনাওয়ার ফারুকির সঙ্গে যিনি জেলে বসে ভালোবাসায় মজেছিলেন। সম্প্রতি সময়ে তাঁর ভাইরাল হওয়া এমএমএস নিয়ে কথা বললেন। প্রশ্নের উত্তর দেওয়ার সময় চোখের জল ধরেই রাখতে পারছিলেন না তিনি। সেই সময় অঞ্জলি এটাই বুঝে উঠতে পারছিলেন না কেন সবাই তার সঙ্গে এমনটা করছে। কথা বলেন কী করে কিছু ইউটিউব নিউজ মিডিয়া কীভাবে চাঞ্চল্য তৈরি করার চেষ্টা করছিল, এদিকে তিনি ভিডিয়োতে ছিলেনই না!
কী ছিল সেই এমএমএসে? দেখা গিয়েছিল ক্যামেরার সামনেই যৌনতায় মগ্ন মধ্য বয়স্ক পুরুষ ও এক তরুণী। আর সেই তরুণীর সঙ্গে মিল ছিল অঞ্জলির। তারপর থেকে তাঁর দিকেই আঙুল উঠতে শুরু করে। আরও পড়ুন: বিয়ের আগে অন্তঃসত্ত্বা, কেমন ছিল শ্রীদেবী-বনির প্রেম?
অঞ্জলিকে সাক্ষাৎকারে এমএমএস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হতেই পারে তুমি কাওকে বদনাম করতে চাইছ! তবে এভাবে? কী বলব এদের। আমি তো না এটা! ওরা একবার ভাবল না আমার বাড়ির উপরে কী প্রভাব পড়বে। আমারও তো পরিবার আছে। আমার পরিবারের লোক ও তো সব ভিডিয়ো দেখে। আমার একটা ছোট ভাই আছে। আমার বয়স সবে ২১। একসময় এটা মেনে নেওয়া, এটার সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না আমি। একবারও কেউ ভাবল না আমার ইজ্জত নিয়ে খেলতে। এখন তো সবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। কারও ছবি এডিট করে দিচ্ছে, কারওর ভিডিয়ো। লোক এটাই মজা পাচ্ছে। এটাই ওদের কুল লাগছে। এরা একবারও ভাবে না ওদের মা-বোনদের সঙ্গে এরকম হলে কী হবে।’ আরও পড়ুন: সচিন-কন্যা সারার মেহেন্দির ছবি ভাইরাল! বিয়ের পিঁড়িতে বসছেন নাকি?