Mithun Chakraborty Health Update: হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল ১০টা নাগাদ ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং ফ্লোর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মিঠুনকে। তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম। মিঠুনকে দেখতে হাসপাতালে গেলেন কারা?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। একটি ছবির শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
শোনা যাচ্ছে, ইস্কিমিক স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর। স্ট্রোককে ব্রেন অ্যাটাকও বলা হয়। স্ট্রোক হলে মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই একে বলে ইস্কেমিক স্ট্রোক। অভিনেতার বয়স ৭৩ বছর। মহাগুরু কেমন আছেন, চিকিৎসকরা কী বলছেন জানার জন্য মুখিয়ে আছেন তাঁর অগণিত ভক্তরা। খবর শুনে অনেকেই আরোগ্য় কামনা করেছেন।
শাস্ত্রী ছবির শ্য়ুটিং চলাকালীন অভিনেতা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা যাচ্ছে। এ দিন অভিনেতার অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন টলিপাড়ার একাধিক তারকা। অভিনেতার এমআরআই করা হয়েছে। এরপর তাঁকে নিউরো আইসিইউতে রাখা হয় তবে পরবর্তীকালে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। আরও পড়ুন: ৬০ বছরের মোস্তাকের মধ্যে কোন জিনিস দেখেছেন, কেন তাঁকে বিয়ে করলেন, জানালেন ১৮-র তিশা
অভিনেতা দেখতে এসে অভিনেত্রী দেবশ্রী রায় জানান, ‘এখন ভালো আছে। আজই মিঠুন চক্রবর্তীকে কেবিনেটে স্থানান্তরিত করা হবে। অসুস্থতার খবর পেয়ে অত্যন্ত শকিং লেগেছিল আমার। এখন ঠিক আছে। কথাও হয়েছে আমার সঙ্গে।’ অভিনেতা সোহম চক্রবর্তী বলেন, ‘মিঠুনদা ভালো আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এখন।’ তাঁর প্রযোজিত ছবির জন্যই বর্তমানে কলকাতায় রয়েছেন মিঠুন।