প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘চলো পাল্টাই’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন আরিয়ান ভৌমিক। বড় পর্দায় অভিনয় করার পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে সান বাংলার ‘ভিডিও বৌমা’ ধারাবাহিককে অভিনয় করতে দেখা যাচ্ছে আরিয়ানকে।
তবে এবার ধারাবাহিকের সেই চেনা গন্ডি পেরিয়ে আবার তিনি ফিরতে চলেছেন বড়পর্দায়। আগামী আগস্ট মাসেই মুক্তি পাবে আরিয়ান অভিনীত ছবি ‘গৌরী’। এই সিনেমায় তিতাস নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। সিনেমাটি যে রহস্যে মোড়া হতে চলেছে, সেটা ক্যাপশন দেখেই স্পষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
‘গৌরী’ ছবির পোস্টারে আরিয়ানের একটি ছবি দেখতে পাওয়া যায়, যার নেপথ্যে থাকে একটি দুর্গাপ্রতিমার মুখ। ক্যাপশনে লেখা, ‘কিছু পুরুষ মিথ্যা কথা বলে না, শুধু তারা কম কথা বলে। পরিচয় করুন তিতাসের সঙ্গে যে নিজের অনুভূতি এবং ভয়ের ডামাডোলের মধ্যে আটকে পড়েছে।’
ক্যাপশনে আরও লেখা, ‘গৌরী ছবিতে তিতাস শুধুমাত্র একটি চরিত্র নয়, সে এমন একজন ব্যক্তি যে বাঁচাতেও পারে আবার ধ্বংসও করতে পারে। আপাতদৃষ্টিতে শান্ত হলেও তার মনের মধ্যে চলে একাধিক দ্বন্দ্ব। ভালোবাসা তাকে বাঁচাবে নাকি তা নীরবতা সবকিছু ধ্বংস করে দেবে?’
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
ক্যাপশন দেখে মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে যে ছবিটি বেশ রহস্যময় একটি গল্পকে নিয়ে তৈরি করা হয়েছে। গোটা ছবিটিই তৈরি করা হয়েছে আরিয়ানকে ঘিরেই। আরিয়ান ছাড়া এই ছবিতে অভিনয় করবেন পরমব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, বাসুদেব ভট্টাচার্য, সঞ্জীব সরকার, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ আরও অনেকে।
তবে শুধু গৌরী নয়, খুব শীঘ্রই অয়ন দে পরিচালিত ‘কালবৈশাখী’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরিয়ানকে। একটি গ্রামের দুই বোনকে ঘিরে তৈরি হওয়া এই ছবিতে আরিয়ান অভিনয় করবেন শুভ্রনীল নামের এক চরিত্রে।