বাংলা নিউজ > বায়োস্কোপ > Prashmita-Anupam: 'দুজন মানুষ সম্পর্কে সুখী হলে...' একবছর ধরে গোপনে প্রেম, অনুপমকে বিয়ের আগেই প্রশ্মিতার নিশানায় কারা?
পরবর্তী খবর
Prashmita-Anupam: 'দুজন মানুষ সম্পর্কে সুখী হলে...' একবছর ধরে গোপনে প্রেম, অনুপমকে বিয়ের আগেই প্রশ্মিতার নিশানায় কারা?
1 মিনিটে পড়ুন Updated: 26 Feb 2024, 06:50 PM ISTSubhasmita Kanji
Prashmita-Anupam: টলিউডে এখন ভরপুর বিয়ের মরশুম। কাঞ্চন শ্রীময়ীর বিয়ের চর্চার মধ্যেই জানা গেল তৃতীয়বার ছাদনাতলায় যাচ্ছেন গায়ক অনুপম রায়।
অনুপমকে বিয়ের আগেই প্রশ্মিতার নিশানায় কারা?
গত বছরের শেষ দিকে যখন পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করে চমকে দেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী তখন রেরে রব পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনার মাত্র তিন মাসের মাথাতেই জানা গেল তুমি অন্য কারও সঙ্গে বেঁধ ঘর গানটিকে বাস্তব করেই আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাউন্ডুলে ঘুড়ির গায়ক অনুপম। পাত্রী টলিউডের পরিচিত গায়িকা প্রশ্মিতা পাল। তাঁদের এই বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে ট্রোল। সেটা নিয়ে কী বলছেন গায়িকা?
অনুপমকে বিয়ের খবর নিয়ে কী বললেন প্রশ্মিতা?
সোমবার, ২৬ ফেব্রুয়ারি থেকেই টলিউডের অন্দরে জোর চর্চা আবারও নাকি বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রশ্মিতা পাল। তাঁদের সেই সম্পর্কের বিষয়ে এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে গায়িকা জানান, 'আমরা যেহেতু একই পেশায় আছি তাই ওকে (অনুপম রায়) বহু বছর ধরে চিনি। গত এক বছর ধরে আমরা সম্পর্কে আছি। তবে আমরা কখনই চাইনি এটা নি আলোচনা হোক। তবে এরপর যখন মনে হল আমরা পরবর্তী ধাপে যেতে পারি সম্পর্কের তখনই বিয়ের সিদ্ধান্ত নিই।' এদিন প্রশ্মিতা স্পষ্ট করে দেন যতই চারদিকে তাঁদের নিয়ে ট্রোল হোক, কটূ মন্তব্য ভেসে আসুক তিনি তাঁদের এই সম্পর্ক নিয়ে আশাবাদী। তাঁর কথায়, 'আমরা একটা নতুন সফর শুরু করছি। আমাদের আশেপাশের সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকব।'
অনেকেই অনুপমের বিয়ের খবর পেয়ে তাঁকে সমর্থন করেছেন। কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন। সেই বিষয়ে প্রশ্মিতা জানান, তাঁরা ট্রোলিংয়ের জন্য প্রস্তুত। তাঁর কথায়, 'আমার মনে হয় দুজন মানুষ যদি সম্পর্কে সুখী হয় তখন কোনও খারাপ কিছুই তাতে প্রভাব ফেলতে পারে না।'
আগামী ২ মার্চ বিয়ে করছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায় যেমন ২৭ নভেম্বর ঘরোয়া পরিবেশে পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন তেমন ভাবেই আগামী ২ মার্চ অনুপম এবং প্রশ্মিতা আইনি বিয়ে সারবেন। উপস্থিত থাকবেন তাঁদের পরিবার এবং কাছের বন্ধুরা। প্রসঙ্গত গত বছরের শেষ দিকে যখন পিয়া এবং পরমব্রত বিয়ে করেন তখন তাঁদের বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। যদিও ২০২১ সালেই আইনি ভাবে বিচ্ছেদ হয় অনুপম এবং পিয়ার। অন্যদিকে অনুপম রায়ের কম্পোজ করা একাধিক গান গেয়েছেন প্রশ্মিতা।