'দিদি নম্বর ওয়ান', সাম্প্রতিক সময়ে এই নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। নেটপাড়ার বাসিন্দাদের বেশ প্রিয়ও ছিলেন। তবে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে রচনার নাম ঘোষণা হওয়ার পর থেকে নানান কারণে তীব্র ট্রোলিং-এর শিকার হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে হুগলি থেকে জিতে সাংসদ হন তিনি।
কিছুদিন আগেই তিনি হুগলির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে সমস্ত কিছু ঘুরে দেখার পর, স্থানীয়দের অভাব অভিযোগ শোনার পর ফিরতি পথে কেনাকাটিও করেন। স্থানীয় চাষিদের থেকে ওল কেনেন রচনা। তাঁর ওল কিনে বাড়ি ফেরার ছবি উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। তারপরই তীব্র ট্রোলের মুখে পড়েছিলেন সাংসদ, অভিনেত্রী। আর এবার পুজো উদ্বোধনে নিয়ে সেই ট্রোলিং নিয়েই মুখ খুললেন রচনা।
হুগলির চুঁচুড়ায় পুজো উদ্বোধনে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওল কেনা ও খাওয়া প্রসঙ্গে সাংসদ বলেন, ‘ বলাগড়ের সেই ওল খুবই ভালো ছিল, একটুও গলা ধরেনি।’ তিনি আরও বলেন, ‘গরিব চাষীরা সবজি বিক্রি করছিলেন, চলার পথে দেখেছিলাম, তাই কিনেছিলাম। তবে এটা নিয়েও কম চর্চা হয়নি।’ তবে ট্রোলিং নিয়ে বলেন, ‘ওসব সয়ে গিয়েছে, গায়ে মাখি না।’