বাংলা নিউজ > বায়োস্কোপ > Raju Srivastava: অসুস্থ রাজুকে নিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি! বিবৃতি জারি করে কী জানাল পরিবার
পরবর্তী খবর
Raju Srivastava: অসুস্থ রাজুকে নিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি! বিবৃতি জারি করে কী জানাল পরিবার
1 মিনিটে পড়ুন Updated: 13 Aug 2022, 11:58 AM ISTSanchari Kar
Raju Srivastava health update: শোনা গিয়েছিল, রাজুর অবস্থা সংকটজনক। তাঁর মস্তিষ্কও নাকি কাজ করছিল না। তবে এ ধরনের কোনও তথ্যই সরাসরি তাঁর পরিবারের সদস্যদের থেকে আসেনি।
কেমন আছেন রাজু?
জিমে শরীরচর্চা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। আচমকাই বুকে ব্যথা ওঠে তাঁর। বুধবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দিল্লির এমসে চিকিৎসা চলছে তাঁর।
ইতিমধ্যেই রাজুর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল। কৌতুকশিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে কোনও রকম ভুয়ো খবরে কান না দেওয়ার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। রাজুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছেন তাঁরা। সেখানে লেখা, 'রাজুর শ্রীবাস্তব মহাশয় এখন স্থিতিশীল। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। চিকিৎসকরা সবটা দিয়ে ওঁর চিকিৎসা করছেন। ভালোবাসা এবং সমর্থনের জন্য ওঁর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ। দয়া করে কোনও গুঞ্জন বা ভুয়ো খবর এড়িয়ে চলুন। ওঁর জন্য প্রার্থনা করুন।'
শোনা গিয়েছিল, রাজুর অবস্থা সংকটজনক। তাঁর মস্তিষ্কও নাকি কাজ করছিল না। তবে এ ধরনের কোনও তথ্যই সরাসরি তাঁর পরিবারের সদস্যদের থেকে আসেনি। রাজুর মেয়ে অন্তরা শ্রীবাস্তব শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, 'বাবার অবস্থার উন্নতি বা অবনতি কোনওটাই ঘটেনি। চিকিৎসকরা তাঁদের সবটা দিয়ে চেষ্টা করছেন। আমরা বাবার জন্য প্রার্থনা করছি। আশা করছি, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। মা আইসিইউতে রয়েছেন বাবার সঙ্গে।'
রাজু আদতে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই রাজুর স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেছেন। তাঁকে সব ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।(আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে রাজু, এখন কেমন আছেন কমেডিয়ান?)
কৌতুকশিল্পী হিসেবে রাজুর দক্ষতা প্রশ্নাতীত। 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অংশগ্রহণ করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ছোট পর্দায় 'বিগ বস','কমেডি সার্কাস', 'দ্য কপিল শর্মা শো'-এর মতো অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। আবার বড় পর্দাতেও 'বাজিগর', 'ম্যায়নে প্যায়ার কিয়া', 'বম্বে টু গোয়া'র মতো ছবিতে কাজ করেছেন তিনি।