একজন সন্তানকে নিজের কাছে রাখার লড়াই, রক্ত আর ভালোবাসার মধ্যে দ্বন্দ্বের লড়াই, মা না হয়েও মা হয়ে ওঠার গল্প, এই সবকিছু নিয়ে আসতে চলেছে ‘ডিয়ার মা’। আগামী ১৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। তবে এই মুহূর্তের সব থেকে বড় খবর, ট্রেলার দেখে মুগ্ধ হয়ে গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চন।
ট্রেলার প্রসঙ্গে
ছবিতে জয়া আহসান এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যিনি নিজের কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত যে মা হতে চান না। তবে পরবর্তী সময়ে একটি কন্যা সন্তান দত্তক নেন তিনি। তিলে তিলে তাকে বড় করে তোলেন। কিন্তু আচমকাই সে নিজের মায়ের কাছে ফিরে যেতে চায়। হঠাৎ করে একদিন নিজের মায়ের দেখাও পেয়ে যায় সেই ছোট্ট মেয়েটি।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
পরবর্তী দৃশ্যে দেখানো হয়, একদিন স্কুল থেকে আর বাড়ি ফিরে আসে না ওই ছোট্ট মেয়েটি। পরে জানা যায় সে নাকি স্কুলেই পৌঁছায়নি। এরপরই শুরু হয়ে যায় তদন্ত। তদন্ত করতে এসে এমন অনেক কিছু জানা যায়, যা এতদিন ছিল আড়ালে। ভালোবাসা, মায়া, মমতা, টান, দ্বিধাদ্বন্দ্ব এই সবকিছু নিয়েই তৈরি হতে চলেছে ছবিটি।
ছবির ট্রেলার দেখে শুধু সাধারণ মানুষ নয়, মুগ্ধ হয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন। ছবির ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে ভাগ করে নিয়ে তিনি লেখেন, টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল। (পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীকে এই নামেই সম্বোধন করেন অমিতাভ)।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
অমিতাভ বচ্চনের তরফ থেকে এই শুভেচ্ছা বার্তা পেয়ে রীতিমতো আপ্লুত অনিরুদ্ধ রায় চৌধুরী এবং জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে দুজনেই জানিয়েছেন, তাঁরা ভীষন খুশী। বলে রাখা ভালো, এর আগে অনিরুদ্ধের সঙ্গে ‘পিঙ্ক’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ।
প্রসঙ্গত, জয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবির হাত ধরেই আবার ২০ বছর পর বাংলা ছবিতে ফিরেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। সবকিছু মিলিয়ে এই ছবিটি যে ভীষণ স্পেশাল হতে চলেছে তা বলাই বাহুল্য।