বাংলা নিউজ > বায়োস্কোপ > Sabyasachi Chakraborty: বুকে বসেছে পেসমেকার, বাড়ি ফিরে নাতির সঙ্গে কাটল ‘ফেলুদা’র দোল;কেমন আছেন সব্যসাচী?
পরবর্তী খবর
গত ২০শে মার্চ আচমকাই জানা যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। আগেরদিন বুকে যন্ত্রণা অনুভব করায় বাইপাল লাগোয়া এক বেশি সরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। পরে জানা যায়, তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। দ্রুত পেসমেকার বসানোর পরামর্শ দেন চিকিৎসকরা। আরও পড়ুন-২৬ বছরের দাম্পত্যে মেলেনি সন্তানসুখ! জন্ম দেননি তবে ‘মা’ ডাকের অভাব নেই অপরাজিতার