গত ২৭ ডিসেম্বর ৫৯ বছরে পদার্পণ করলেন সলমন। এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসার সুযোগ না হলেও ভাইজানের জীবনে প্রেম এসেছিল বহুবার। তবে দুর্ভাগ্যবশত কোনও প্রেম বেশি দিন টিকে থাকে নি। তবে প্রাক্তন প্রেমিকাদের মধ্যে সঙ্গীতা বিজলানি এমন একজন ছিলেন যার সঙ্গে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল সম্পর্ক।
অশোক কুমারের নাতনি শাহিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সঙ্গীতার প্রেমে পড়েছিলেন সলমন। ১৯৮০ দশকের শেষ দিক থেকে ১৯৯০ দশকের গোড়ার দিক পর্যন্ত ভাইজানের প্রেমিকা ছিলেন সঙ্গীতা। বিয়ের কথাও চলছিল। একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও আলাদা হয়ে যায় দুজনের পথ।
আরও পড়ুন: ফের রেকর্ড দেবের ‘খাদান’-এর, ৩ সপ্তাহে পার ৪ কোটি ভিউজ ‘কিশোরী’র! মুকুটে জুড়ল কোন তকমা?
আরও পড়ুন: বাজিতে হেরে ‘বাধ্য’ হয়ে বিয়ে! টুইঙ্কলের জন্মদিনে বউয়ের ‘আসল রূপ’ ফাঁস অক্ষয়ের, দেখুন ভিডিয়ো
কেন ভেঙে গিয়েছিল সম্পর্ক?
সলমন এবং সঙ্গীতার সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোনা গিয়েছিল, সলমনের বন্ধু জ্যাকি শ্রফের সঙ্গে সঙ্গীতার সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীকালে ব্যাপারটি জানাজানি হওয়ার পর ভাইজানের সম্পর্ক ভেঙে যায়। তবে অন্যদিকে এও জানা যায়, সলমন এবং সঙ্গীতার বিয়ে ভেঙে যাওয়ার পেছনে ছিলেন সোমি আলি। সঙ্গীতা এবং সলমনের বাগদান হওয়ার আগেই সোমির কারণে ভেঙে যায় ভাইজানের সম্পর্ক।
ইন্ডিয়ান আইডলে এসে কী বললেন সঙ্গীতা?
সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি বিশেষ এপিসোডে উপস্থিত হয়েছিলেন সঙ্গীতা। অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। শো চলাকালীন এক প্রতিযোগী রিতিকা রাজ সিং সঙ্গীতাকে প্রশ্ন করেন ভাইজানকে নিয়ে।
আরও পড়ুন: করণ-বিপাশার সঙ্গে 'ডেঞ্জারাস'-এ কাজ করার অভিজ্ঞতা ভয়াবহ! মিকা বললেন, 'কিছুই বুঝছিলাম না কী ঘটছে!'
আরও পড়ুন: বেরিয়ে গিয়েছেন সময় রায়নার শো ছেড়ে! নীরবতা ভেঙে কোন কারণ জানালেন উরফি?
রিতিকা বলেন, সঙ্গীতা এবং সলমন খানের বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল, এই কথাটা কতটা সত্যি? প্রতিযোগীর এই প্রশ্নে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। তবে সঙ্গীতা হাসিমুখে দিয়েছিলেন জবাব।
সঙ্গীতা বলেন, হ্যাঁ এটা ঠিক। আমাদের সত্যিই বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল। সঙ্গীতার মুখে এই কথা শুনে বিশাল জিজ্ঞাসা করেন, তারপর কী হল? সঙ্গীতার কথায়, ৮ বছর সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু বিয়ের এক মাস আগে হঠাৎ করেই সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে যায়। সঙ্গীতা সরাসরি কারোর নাম না নিলেও পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির জন্যই যে সমস্ত ঘটনাটি ঘটেছিল, সেটা সঙ্গীতার হাবেভাবেই স্পষ্ট হয়ে যায়।