বাংলা নিউজ > বায়োস্কোপ > Shilpa Shetty daughter: শিল্পা কন্যা সামিশার জন্মদিনে চাঁদের হাট, হাজির রানি থেকে করণের যমজ সন্তান, ছবি
পরবর্তী খবর
Shilpa Shetty daughter: শিল্পা কন্যা সামিশার জন্মদিনে চাঁদের হাট, হাজির রানি থেকে করণের যমজ সন্তান, ছবি
1 মিনিটে পড়ুন Updated: 19 Feb 2023, 11:51 AM ISTPriyanka Bose
Shilpa Shetty's daughter birthday party: রানি মুখোপাধ্যায়, করণ জোহরের যমজ সন্তান যশ এবং রুহি জোহর শনিবার শিল্পা শেট্টির মেয়ে সামিশার তিন বছরের জন্মদিন পার্টিতে অংশ নিয়েছিলেন। ছবি দেখুন-
শিল্পা শেট্টি মেয়ের জন্মদিন পার্টির ঝলক
মেয়ে সামিশার তিন বছরের জন্মদিনে খুদেদের জন্য পার্টি থ্রো করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। অভিনেত্রী কন্যার জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের একগুচ্ছ তারকা এবং স্টার কিডরা। ভেন্যুর বাইরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তাঁরা।
এ দিন পার্টিতে ক্যাজুয়াল পোশাকে হাজির হন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। কমলা এবং গোলাপি রঙের টি-শার্টের সঙ্গে ফেডেড ডেনিম এবং সাদা স্নিকার্স পরে দেখা মিলেছে এই বলি অভিনেত্রীর। চশমা পরে হাতে ব্যাগ নিয়েছিলেন তিনি। নিকিতিন ধীর, কৃতিকা সেঙ্গারদেরও সন্তানদের নিয়ে পার্টিতে যোগ দিতে দেখা গিয়েছে। হাজির ছিলেন এষা দেওল। আরও পড়ুন: ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক দূরে রেখেই স্বরাকে শুভেচ্ছা কঙ্গনার, উত্তরও পেলেন মিঠে
দুই যমজ সন্তান যশ এবং রুহিকে নিয়ে সামিশার বার্থ ডে পার্টিতে যোগ দেন পরিচালক-প্রযোজক করণ জোহর। পার্টিতে রুহি একটি গোলাপি পোশাক এবং ম্যাচিং জুতো পরে হাজির হয়েছিলেন। যশ একটি রঙিন টি-শার্ট, নীল শর্টস এবং জুতো বেছে নিয়েছেন।
ছেলে লক্ষ্য কাপুরকে নিয়ে হাজির হয়েছেন অভিনেতা তুষার কাপুর। সাদা টি-শার্ট, ধূসর প্যান্ট এবং সাদা জুতো পরে দেখা যায় তুষারকে। লাল টি-শার্ট, ডেনিম এবং কালো জুতো পরে বাবার হাত ধরে হাজির হন লক্ষ্য। আরও পড়ুন: প্রয়াত জনপ্রিয় তামিল কমেডিয়ান-অভিনেতা, বয়স হয়েছিল ৫৭