Shilpa Shetty: ডিপ নেকলাইনের প্যান্ট স্যুটে নিজের বক্ষবিভাজিকা তুলে ধরবলেন শিল্পা। নেটপাড়ার কটাক্ষের মুখে ৪৭ বছর বয়সী নায়িকা।
শিল্পার বোল্ড অবতার
ফ্যাশন আর স্টাইল স্টেটমেন্ট বজায় রাখতে কত্ত ঝুঁকিই না নিয়ে থাকেন সেলেবরা। এবার অবাক কীর্তি শিল্পা শেট্টির। এক ইভেন্টের রেড কার্পেটে ব্রা ছাড়াই হাজির শিল্পা! এ কথা অস্বীকার করবার জো নেই বলিপাড়ার অন্যতম ফিট অভিনেত্রী রাজ কুন্দ্রা ঘরণী। এই বয়সেও নিজের ‘সেক্সি’ অবতার ধরে রেখেছেন শিল্পা। তবে এবার এমন পোশাক পরলেন যে ‘উরফি জাভেদের দিদি’র তকমা দিল নেটিজেনরা।
বিগ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডের মঞ্চে সাদা রঙা প্যান্ট স্যুটে পৌঁছেছিলেন শিল্পা। নাভি পর্যন্ত বিস্তৃত তাঁর ব্লেজারের নেকলাইন। ভিতরে ট্রান্সপারেন্ট টপ পরেছেন নায়িকা, তবে পরনে নেই ব্রা। ডিপ নেকলাইনের ফাঁক দিয়ে সুস্পষ্ট শিল্পার সুডৌল স্তনযুগল।
শুধু ব্লেজারের নেকলাইনই নয়, স্লিভস নিয়েও হল জমিয়ে চর্চা। এদিন গায়ের উপর ব্লেজার চাপিয়ে রেখেছেন শিল্পা, সেটি পরেননিন। হাত দুটো ভিতরেই ছিল, যা দেখে কেউ কেউ ‘শোলের ঠাকুর’-এর সঙ্গে তুলনা টানেন শিল্পার। অন্যদিকে খোলামেলা পোশাকের জেরে শিল্পার নিন্দে করতে ছাড়েননি নেটিজেনদের একটা বড় অংশ। একজন লেখেন, ‘শুধু উরফি পরলেই দোষ! আর এই বুড়িগুলো যা খুশি তাই পরে নেবে?’ অপর একজন লেখেন, ‘জনপ্রিয়তা পেতে সুন্দর পোশাক পরতে হয়, পোশাক খুলে শরীর দেখাতে হয় না’।
শিল্পার এই ড্রেসের কায়দা থেকে নেটদুনিয়ায় যেমন হাসির রোল উঠেছে, তেমন অনেকেই নায়িকার গ্ল্যামারাস লুক আর আউটফিটে মজেছেন। অনেকেরই দাবি ৪৭ বছর বয়সেও এমন হটনেস বজায় রাখা ওত্তো সহজ নয়। খোলামেলা পোশাকে বরাবরই তাক লাগান শিল্পা।
‘বাজিগর’ অভিনেত্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে সাব্বির খানের ‘নিকম্মা’ ছবিতে। স্বামী রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে জেলে থাকাকালীন মুক্তি পেয়েছিল এই ছবি। এখন সে-সব কেচ্ছা অতীত। আগামিতে শিল্পাকে দেখা যাবে রোহিত শেট্টির ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ। এই সিরিজে পুলিশ অফিসারের চরিত্রেই থাকছেন শিল্পা। এই সিরিজের সঙ্গেই ওটিটিতে পা দিচ্ছেন শিল্পা।