বিতর্ককে সঙ্গী করেই বহু পুরুষ হৃদয়ে আজও ঝড় তোলেন শ্রীলেখা। মোটা হলেও কেন নিয়মিত জিম করেন অভিনেত্রী? সেই নিয়েও লোকের মাথাব্যাথার শেষ নেই। শুক্রবার সকালেই জিম থেকে ভিডিয়ো পোস্ট করলেন শ্রীলেখা। জিমের ফাঁকে হাসিমুখে শ্রীলেখা মিত্র বললেন, ‘আমার বডি শেমারস, আমার ট্রোলারস, আমার সঙ্গে করো….. এক্সারসাইজ। কিন্তু যারা বলো, কী জিম করেন, সেই তো আপনি মোটা! ঠিক। তবে বাবু, জিমের বানান JIM নয়, GYM। বানানটা শিখে তারপর ট্রোল করবে? প্লিজ!’ এরপর নিজের ট্রোলারদের উদ্দেশে ফ্লায়িং কিসও ছুড়ে দেন অভিনেত্রী।
মাঝেমধ্যেই নিজের দিন-যাপনের টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন শ্রীলেখা। কখনও গান গেয়ে তা পোস্ট করেন ইনস্টাগ্রাম, আবার কখনও নিজের চারপেয়ে সন্তানদের দুষ্টুমির কাণ্ড ধরা পড়ে শ্রীালখার ইনস্টাগ্রামের দেওয়াল। নিত্যদিন ট্রোলডও হন শ্রীলেখা, তবে নেতিবাচক সবকিছুকে এড়িয়ে পজিটিভভাবে জীবনে বাঁচতে জানেন অভিনেত্রী।
আপতত অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও মন দিয়েছেন শ্রীলেখা। সম্প্রতি তাঁর প্রযোজিত এবং পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ প্রদর্শিত হয়েছে নন্দনে। ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন শ্রীলেখা। এর আগে ‘বিটার হাফ’ নামের একটি ছবিও তৈরি করেছেন শ্রীলেখা। চলতি সপ্তাহের গোড়াতেই কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'তেও অংশ নিয়েছেন অভিনেত্রী।