1 মিনিটে পড়ুন Updated: 06 Feb 2024, 03:19 PM ISTSubhasmita Kanji
Tithi Basu: সদ্যই একটি সাক্ষাৎকারে তিথি বসু জানিয়েছেন তিনি কুকুরের ল্যাজের মতো। কুকুরের ল্যাজ যেমন সোজা হয় না। তিনিও তেমন তাই। জানালেন অতীতের কোন ভুল আবার করবেন।
নিজেকে কেন সারমেয়র সঙ্গে তুলনা করলেন মা ধারাবাহিকের তিথি?
মা ধারাবাহিকে তাঁকে ছোট্ট পরীর চরিত্রে দেখা গিয়েছিল। সেই সিরিয়ালের কারণে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তারপর আর তাঁকে সেই অর্থে তেমন কোনও সিরিয়ালে দেখা যায়নি। তিনি মূলত এরপর নিজের পড়াশোনার উপর ফোকাস করেন। এখনও সিনে জগৎ, লাইট অ্যান্ড ক্যামেরার থেকে অনেকটাই দূরে। তবে বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নানা কারণে তিনি খবরের শিরোনামে উঠে আসেন। কার কথা বলছি? তিথি বসুর। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে নিজেকে কুকুরের ল্যাজ বলেছেন। কিন্তু কেন?
কুকুরের ল্যাজে সঙ্গে নিজের তুলনা করলেন তিথি
এদিন একটি পডকাস্ট শোতে অতিথি হয়ে এসেছিলেন তিথি বসু। সেই শোয়ের একটি ক্লিপ বর্তমানে দারুণ ভাইরাল। সেখানেই নিজেকে কুকুরের ল্যাজের সঙ্গে তুলনা করেন তিনি। ভিডিয়োর শুরুতেই তাঁকে বলতে শোনা যায়, 'কুকুরের ল্যাজ দেখেছ, আমি ঠিক সেটাই।' অর্থাৎ কুকুরের ল্যাজ যেমন কখনই সোজা হয় না, তিনিও কখনও তেমনই ভাবেই নিজেকে বদলাতে পারেন না। এরপর তিনি গোটা বিষয়টা ব্যাখ্যা করে বলেন, 'আমি অনেক শিক্ষা পেয়েছি জীবনে। ওই সাড়ে চার বছরের সম্পর্কে বহুত শিক্ষা পেয়েছি। আমি ওই সম্পর্কে থেকে বুঝে গেছি একটা যে সম্পর্কে থাকতে গেলে কী কী করা উচিত আর কী কী করা উচিত না। কিন্তু আমি যদি আবার কাউকে ভালোবেসে ফেলি আমি আবার সেই একই জিনিসটা করব। আমি খুব ইমোশনাল, আমি সম্পর্ককে আমার ইমোশনকে ইনভেস্ট করি। আমি ওরম মাথা দিয়ে পারি না।'
তিনি তারপর আরও বলেন, 'আমি যদি কাউকে ভালোবেসে ফেলি এবং তার থেকেও সেই একই সাড়া পাই আমি জানি আমি আবার একই ভুল করব। কিন্তু এটা নির্ভর করছে যে সে কীভাবে রিঅ্যাক্ট করছে। সে কতটা গুরুত্ব দিচ্ছে। যদি গুরত্ব দেয় তাহলে ভাবব না যে ভুল করেছি। যদি গুরুত্ব না দেয় তখন ভাবব যে কেন এত কিছু করলাম, ধুর!'