1 মিনিটে পড়ুন Updated: 05 Feb 2024, 10:02 AM ISTPriyanka Bose
Ananya Guha Trolled: রূপোলি এবং কালো রঙের মনোকিনি কাটিং একটি পোশাকে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অনন্যা গুহ। কৃষ্ণকলির ‘মুন্নি’কে হট পোশাকে দেখে রীতিমতো অবাক নেটপাড়া। কী বলছেন সুকান্ত?
ট্রোলের মুখে অনন্যা গুহ
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা গুহ। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় তিনি। অভিনয়ের পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল চালান। সুকান্ত কুণ্ডুর সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ খুল্লামখুল্লা তিনি। সদ্য সাহসী ফটোশ্যুটের ছবি পোস্ট করে চর্চায় অনন্যা।
রূপোলি এবং কালো রঙের মনোকিনি কাটিং একটি পোশাকে নতুন ফটোশ্যুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অনন্যা। কৃষ্ণকলির ‘মুন্নি’কে হট পোশাকে দেখে রীতিমতো অবাক নেটপাড়া। পর্দায় ঘরোয়া মেয়ের লুকে অনন্যাকে দেখে অভ্যস্ত দর্শক। সোশ্যাল মিডিয়ায় অনন্যার সাহসী লুক দেখে খানিকটা অবাকই হয়েছেন নেটিজেনরা। ফটোশ্যুটের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আজ আমি কথা দিচ্ছি তোমাকে ছেড়ে দেব’। আর অভিনেত্রীর সেই ছবি তুলেছেন সুকান্ত। অনন্যার পোস্টে ধেয়ে এসেছে নেটিজেনের নানা কটাক্ষ। আরও পড়ুন: ‘তিন হলাম..’, বাবা-মা হলেন দুর্নিবার-মোহর, ছেলে হল না মেয়ে?
অনন্যার সাহসী ফটোশ্যুটের ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক নেটিজেন পোস্টের কমেন্টে কটাক্ষ করে লিখেছেন, ‘যতট সেলিব্রিটি হোক, বাচ্চা মেয়ে বাবা-মাকে পোস্টগুলো দেখায় কি করে? যার নিজের লজ্জা নেই তাঁকে বলে আর কী লাভ আছে? আরও একটা কথা, এরপর আবার অনেকে বলবে এটা ওর চয়েস, ঠিক আছে মানলাম। তবে সবাইকে ফটো যখন দেখাচ্ছে, তাহলে কমেন্ট করলে সেটা অ্যাকসেপ্ট করাও শিখতে হবে…।’