এই মুহূর্তে অশান্ত মধ্যপ্রাচ্য। বন্ধ বেশ কয়েকটি অংশের আকাশ সীমা। আকাশ সীমাবদ্ধ থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই ভিন দেশে আটকে থাকা ব্যক্তিরা পড়ছেন সমস্যায়, তেমনই একজন হলেন বিনীত কুমার সিং।
দীর্ঘ সময় দুবাইয়ে আটকে থাকার পর মুম্বইয়ে ফিরেই নিউজ এইট্টিনকে অভিনেতা বলেন, ‘রাত দশটা পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারিনি। তারপর খবর পাই যে বোর্ডিং শুরু হয়েছে, এমিরেটস এয়ারলাইন্স এবং দুবাই বিমানবন্দরের কর্মীরা সবাইকে ভীষণ সাহায্য করেছেন।’
আরও পড়ুন: বিরাটের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জেনেলিয়া! ইন্টারনেটে ফাঁস ভিডিয়ো,আসল ব্যাপার কী?
আরও পড়ুন: 'জীবন আগের মতো থাকবে না...', কাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন সায়ন্তিকা?
বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে অভিনেতা বলেন, ‘দুবাইয়ে টেক অফের নির্ধারিত সময় ছিল সোমবার রাত ৯:৪০ মিনিটে। আকাশ সীমা বন্ধ থাকায় সবার মধ্যেই উদ্বেগ কাজ করছিল। তবে সমস্ত পরিস্থিতি খুব শান্তভাবে মোকাবিলা করেন বিমান সংস্থার সকলে।’
দুবাই বিমানবন্দরে দীর্ঘক্ষণ আটকে থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি এখন দুবাই বিমানবন্দরে। এখন স্থানীয় সময় রাত নটা ২৩ মিনিট। ফ্লাইটের জন্য গেটে অপেক্ষা করছি। দেখা যাক কি হয়। ফিঙ্গার ক্রসড।’
এরপরই মঙ্গলবার ভোরবেলা আরও একটি পোস্ট করে তিনি লেখেন, ‘অবতরণ (বিমানের ইমোজি) মুম্বই (লাল হৃদয়ের ইমোজি)।’ এই পোষ্টের মাধ্যমে অভিনেতা সকলের উদ্দেশ্যে জানান, তিনি ফিরে এসেছেন দেশে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতির জন্য সোমবার কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাহরাইন এবং কুয়েতও তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, খুব স্বাভাবিকভাবেই এতে সমস্যায় পড়েছেন যাত্রীরা।
আরও পড়ুন: বড়দিনে মিমির সঙ্গে ঘুরে আসুন ভূতের হোটেলে, নতুন ব্যবসা নাকি? আসল ঘটনা কী?
আরও পড়ুন: মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সলমন, কী এই রোগ? কী সমস্যা হয়?
বিনীত প্রসঙ্গে
২১ বছর বয়সে ২০০২ সালে ‘পিতা’ নামক একটি ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপর ‘বোম্বে টকিজ’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘মুক্কাবাজ’, ‘ছাভা’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা।