সম্প্রতি ইতিহাস গড়েছেন দীপিকা। ২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম নির্বাচিত হয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি মোশন পিকচার বিভাগে হলিউড ওয়াক অফ ফেম ক্লাস ২০২৬-এ সম্মানিত হয়েছেন। অর্থাৎ বলাই বাহুল্য, এই তালিকায় নির্বাচিত হয়ে তিনি ইতিহাস গড়েছেন। যদিও অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সেলেবরা ওয়াক অফ ফেমে ‘জায়গা কিনতে’ পারেন নাকি। প্রতি বছর একটি নির্বাচন প্যানেল নির্বাচন করেন কাঁদের রাখা হবে এই তালিকায়। এরপর সেলিব্রিটিদের অর্থ ব্যয় করতে হয়, তাঁদের কাঙ্ক্ষিত স্থান ধরে রাখার জন্য।
আরও পড়ুন: বনি-কৌশানির একসঙ্গে পথ চলার ১০ বছর, কেক কেটে হল উদযাপন! জানেন কীভাবে শুরু হয়েছিল তাঁদের প্রেম
আরও পড়ুন: প্রেমের গুঞ্জনের মাঝেই সাহেবের বাহুলগ্না সুস্মিতা! 'যখন রসায়ন…', লিখলেন সাহেব
বিষয়টা শুনে বেশ গোলমেলে লাগছে তাই তো? বেশ তবে একটু গুছিয়ে বলা যাক। হলিউড ওয়াক অফ ফেম হল লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ডের একটি আইকনিক ওয়াকওয়ে। এখানে ২৭০০ টিরও বেশি তারা থাকে। প্রতিটি তারা একজন করে সেলিব্রিটিকে উৎসর্গী করা হয়। যে কোনও সেলেব এর জন্য মনোনীত হতে পারেন। এর কোনও সরকারী মানদণ্ড নেই, তবে ওয়াক অফ ফেমের তারকাদের জন্য একটি বড় সম্মান হিসাবে মনে করা হয়।
২০২৬ সালের ওয়াক অফ ফেম হিসেবে ক্লাসে এমিলি ব্লান্ট, টিমোথি চালামেট, ম্যারিয়ন কোটিলার্ড, স্ট্যানলি টুচি, রামি মালেক, র্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, ক্রিস কলম্বাস, টনি স্কট, গ্রেগ ড্যানিয়েলস, সারা মিশেল গেলার এবং দীপিকা পাড়ুকোনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব-চিন্তামণি! কার মতো দেখতে হল একরত্তিকে?
আরও পড়ুন: মায়াপুর ইসকন মন্দিরে কেক কেটে জন্মদিন পালন রুক্মিণীর! ‘স্মরণীয়…’, আবেগে ভাসলেন নায়িকা
হলিউড চেম্বার অফ কমার্স, হলিউড ওয়াক অফ ফেম পরিচালনাকারী সরকারী সংস্থা, প্রতি বছর ২০০-৩০০ মনোনয়ন পায়। এরপর সংস্থার পক্ষ থেকে নিযুক্ত একটা নির্বাচন প্যানেল প্রতি বছর বেশ কয়েকজনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করে। ছবি, টেলিভিশন, সঙ্গীত, রেডিয়ো এবং লাইভ পারফর্মেন্সের জগতের শিল্পীদের সম্মানিত করা হয়।
অন্তর্ভুক্তি এবং নির্বাচনের জন্য কোনও ফি বা অর্থ দিতে হয় না। এটা হলিউড চেম্বার অফ কমার্সের নির্বাচন প্যানেল সিদ্ধান্ত নেয়। তবে, যাঁকে নির্বাচন করা হবে তাঁকে ৮৫০০০ ডলার (প্রায় ৭৩ লক্ষ) স্পনসরশিপ ফি দিতে হয়। এই বার্ষিক ফি ওই সেলেবের রক্ষণাবেক্ষণের জন্য। ওয়াক অফ ফেমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ‘এই ফি তারকার তৈরি এবং ইনস্টলেশনের জন্য, সেইসাথে ওয়াক অফ ফেমের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়।’