পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Happy Promise Day 2022: প্রেমের সপ্তাহে এবার Promise Day, কেমন মেসেজ পাঠাবেন প্রিয়জনকে
প্রেমের সপ্তাহ চলছে। শেষ হবে ১৪ ফেব্রুয়ারি Valentine's Day-তে গিয়ে। তার আগে প্রতিটি দিনই প্রেমের জন্য কোনও না কোনও কারণে গুরুত্বপূর্ণ।
এই যেমন ১১ ফেব্রুয়ারি। এটি Promise Day। মানে, প্রতিশ্রুতি দেওয়ার দিন। কেমন বার্তা দিতে পারেন প্রিয় মানুষটিকে? রইল সন্ধান।
- পৃথিবী যতই বদলে যাক, আমিতোমার পাশেই থাকব। কখনও তোমার একা লাগবে না। কখনও কোনও লড়াই তোমায় একা লড়তে হবে না। কথা দিলাম।
Promises are the uniquely human way of ordering the future, making it predictable and reliable to the extent that this is humanly possible. — Hannah Arendt - তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। তোমার জীবন সুন্দর আর পরিপূর্ণ করে দেব আমি। কথা দিলাম। Happy Promise Day!
- তুমি এসেছো বলেই আমার জীবনটা সুন্দর হয়েছে। তুমি থেকো। আমিও তোমার সুখে-দুঃখে সব কিছুতে তোমার সঙ্গে থাকব। Happy Promise Day!
Commitment is what transforms a promise into reality. - Abraham Lincoln - প্রেম মানে শুধু ভালোবাসার সম্পর্ক নয়, প্রেম মানে কথা দেওয়াও। আমিও তাই আজ কথা দিচ্ছি, তুমি সব সময়ে আমায় পাশে পাবে। Happy Promise Day!
- তোমার কি মন খারাপ? ভাবছো, যেমনটি চেয়েছিলেন, সব কিছু তেমন করে ঠিকঠাক হচ্ছে না? তাহলে জেনে রাখো, এই অনিশ্চিত সময়েও আমি তোমার সঙ্গে আছি। তোমার খারাপ সময়, ভালো সময়— সবটাই আমি সুন্দর করে দেব। Happy Promise Day!
Promise me you’ll always remember you’re braver than you believe, you are stronger than you seem, and smarter than you think.— Winnie the Pooh - কথা দেওয়ার মানে কথা রাখা। আমিও কথা রাখব। কথা রাখব, ভালো রাখব, জীবন সুন্দর করে রাখব। তোমার, আমার, আমাদের সকলের। Happy Promise Day!
- তোমায় একবার যখন পেয়েছি, কখনও ছেড়ে যাব না। তোমার হাত কখনও ছাড়ব না। তুমি যেখানেই থাকো, আমি সঙ্গে থাকব। Happy Promise Day!