Health Tips: সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়! শরীরে সুগার ঘনিয়ে আসার ৫ লক্ষণ, বোঝা যায় না প্রথমে Updated: 01 Jul 2025, 06:00 AM IST Sanket Dhar Blood Sugar Primary Symptoms: সুগার বা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ প্রায়শই খুব সূক্ষ্ম হয় এবং অনেকে সেগুলো খেয়াল করেন না বা অন্য কোনো সাধারণ সমস্যার সাথে গুলিয়ে ফেলেন।