টেলিভিশনে রাজ করছে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রিয় জ্ঞানভিত্তিক রিয়েলিটি গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি'। নতুন সিজনে নতুন নতুন চমক নিয়ে হাজির থাকছেন অমিতাভ বচ্চন। ১৬ তম সিজনের এমনই একটি এপিসোড সম্প্রচার হয়েছিল এদিন রাত ৯:০০ টায়। তারপর থেকে লাইমলাইটে একটি বিশেষ প্রশ্ন। যা শুনে রীতিমত হতবাক সকলেই।
আরও পড়ুন: (NEET SS Exam 2024: ২০২৪ সালে নিট সুপার স্পেশালিটি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় সুপ্রিম কোর্ট)
দ্বিতীয় এপিসোডে এই মুহূর্তটি সামনে এসেছে। এপিসোডটি খেলেছেন দীপালি সোনি। পর পর ১১টি প্রশ্নের উত্তর দিয়ে ৬.৪ লক্ষ টাকা জিতেছেন তিনি। কিন্তু ১২ নম্বর প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমত হিমশিম খেয়ে গিয়েছেন তিনি। এই প্রশ্নের উত্তর দিতে পারলে ১২.৫ লক্ষ টাকা জিততেন তিনি। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গিয়েছে। ১১টি প্রশ্নের উত্তর দিয়ে ৬.৪ লক্ষ টাকা জিতে বাড়ি ফিরেছেন দীপালি।
কী এমন প্রশ্ন ছিল
এদিন সিনিয়র বচ্চন প্রশ্ন করেছিলেন যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়াতে কোন সংস্থার সদর দফতর, অনুসন্ধান ভবনে ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি স্থাপন করা হয়েছে? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চারটি বিকল্প ছিল: ডিআরডিও, সিএসআইআর, বিএআরসি এবং ইসরো। প্রশ্ন শুনে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন হট সিটে বসে থাকা দীপালি। হাল ছাড়ার আগে, দু' টি বিকল্পের মাঝখানে পড়ে গিয়েছিলেন - ডিআরডিও (প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা) এবং ইসরো (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা)।
অবশেষে দীপালি অনেক ভেবে চিন্তে ডিআরডিও বেছে নিয়েছিলেন, যা অবশ্যই ভুল উত্তর ছিল। সঠিক উত্তরটি ছিল সিএসআইআর। অমিতাভ তাঁকে বলেছিলেন, এই ঘড়িটি সিএসআইআর সদর দফতরে রয়েছে, এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আমাদের পৃথিবীকে রক্ষা করতে হবে। এবং এ ক্ষেত্রে সময় হল একটি গুরুত্বপূর্ণ উপাদান।
আরও পড়ুন: (এয়ার ইন্ডিয়ার সঙ্গে জুড়ে যাওয়ার আগে কর্মীদের স্বেচ্ছাবসরের সুযোগ ভিস্তারার)
শো সম্পর্কে আরও তথ্য
কেবিসি-এর লেটেস্ট সিজন ১২ অগস্ট থেকে সপ্তাহিক দিনগুলিতে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে। সম্প্রতি নিজের ব্যক্তিগত ব্লগে একটি দীর্ঘ পোস্টে, অমিতাভ লিখেছেন যে শো' টি প্রতিযোগীদের শুধুমাত্র একটি আকর্ষণীয় নগদ পুরস্কার জেতার প্ল্যাটফর্ম নয়, তাঁদের ব্যক্তিগত গল্পগুলিও শেয়ার করার জন্যও একটি দারুণ প্ল্যাটফর্ম প্রদান করে। ঠিক কতটা স্ট্রাগল করে তাঁরা আজ এই জায়গায় দাঁড়িয়েছেন, সেই মুহূর্ত শেয়ার করে, যখন তাঁরা নিজেদের হট সিটে দেখেন, সেই সময় প্রতিযোগীদের মধ্যে যে অনুভূতি আসে, তা বুঝতে পেরে মন ভালো হয়ে অমিতাভ বচ্চনেরও।