কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েশন (সিইউইটি ইউজি) বা কুয়েট ইউজি ২০২৫-এর ফলাফল আজ প্রকাশ হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার পর নির্দিষ্ট ওয়েবসাইটে তা দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এরজন্য পরীক্ষার্থীরা cuet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদন নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।
আরও পড়ুন: প্রকাশিত হল কলেজে ভরতির পরীক্ষার রেজাল্ট! কীভাবে CUET-র ফল দেখবেন? রইল লিঙ্ক
কুয়েট ইউজি ফলাফল কীভাবে দেখা যাবে?
নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অতি সহজেই এই ফলাফল দেখা যাবে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট cuet.nta.nic.in -তে যেতে হবে। তারপর স্কোরকার্ড ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ লিখে লগইন করতে হবে। এরপর সাবমিট করলেই ফলাফল দেখা যাবে ও সেই সঙ্গে স্কোরকার্ড ডাউনলোড করা যাবে। সাধারণত কুয়েটের মাধ্যমে কেন্দ্রীয় ও অন্যান্য অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ে ভর্তি করা হয়। তবে কুয়েট ইউজি-এর জন্য কোনও কেন্দ্রীয় কাউন্সেলিং প্রক্রিয়া নেই। ফলে, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হবে।
উল্লেখ্য, এবারের পরীক্ষা হয়েছিল ১৩ মে। তা চলেছিল ৪ জুন পর্যন্ত। যারা ১৩ ও ১৬ মে পরীক্ষায় অংশ নিতে পারেননি তাঁদের জন্য ২ ও ৪ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়।কোনও প্রশ্নে আপত্তি থাকলে ২০ জুন পর্যন্ত চ্যালেঞ্জ করার সুযোগ ছিল। চ্যালেঞ্জের পর বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। কিছু প্রশ্ন বাদও দেওয়া হয়েছে বলে এনটিএ জানিয়েছে। একাধিক সঠিক উত্তর থাকলে, সঠিক যেকোনও একটি অপশন বেছে নেওয়া পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর (+৫)।