বাংলা নিউজ > ঘরে বাইরে > First Address of King Charles III: প্রয়াত মাকে স্মরণ করে ‘আজীবন সেবার’ বার্তা রাজা চার্লসের,নয়া খেতাব পেলেন উইলিয়াম
পরবর্তী খবর
নিজের মাকে স্মরণ করে ব্রিটেনের জনগণের উদ্দেশে প্রথম ভাষণ রাখলেন নতুন রাজা তৃতীয় চার্লস। শুক্রবার রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হন। এরপরই রীতি অনুযায়ী তাঁর প্রথম পুত্র চার্লস এখন ব্রিটেনের রাজসিংহাসনে বসেন। এবং রাজা হয়েই দেশবাসীকে তিনি আস্বস্ত করে দাবি করেন, ‘আজীবন সেবা করে যাব।’ তিনি বলেন, ‘মায়ের প্রয়াণ আমাদের সকলের কাছেই খুব দুঃখের। এই ক্ষতি অপূরণীয়। আমি মায়ের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে চাই এবং তাঁর দেখানো পথে হেঁটে দেশের সেবা করতে চাই।’ (আরও পড়ুন: পোল্যান্ডে উদ্ধার মহিলা ‘ভ্যাম্পায়ারের’ কঙ্কাল! হতবাক প্রত্নতাত্ত্বিকরা)