অনাস্থা প্রস্তাবের দিনক্ষণ যত এগিয়ে এসেছে, ততই মরিয়া ভাব ফুটে উঠেছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের হাবভাবে। এই আবহে পাক মসনদে নিজের ‘ইনিংসের’ ডেথ ওভারে এসে বিরোধীদের বিরুদ্ধে শেষ একটা ইয়র্কার করার চেষ্টা করলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। এদিন এক ভিডিয়ো বার্তায় পাক জনগণের প্রতি ইমরান আবেদন করেন যাতে ২৭ মার্চ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মিছিলে তারা যোগ দেয়। পাশাপাশি বিরোধীদের এদিন ‘চোরেদের দল’ বলেও সম্বোধন করেন ইমরান।
শুক্রবার ইমরান খান পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হবেন। তার আগে দেশের জনগণকে ‘অশুভ শক্তির’ বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। বিরোধীদের তীব্র নিন্দা করে ইমরান খান বলেন, ‘চোরদের একটি দল বিগত ৩০ বছর ধরে দেশকে লুটেছে। আর এখন সবার সামনে নির্লজ্জ হয়ে ঘোড়া কেনাবেচার ব্যবসায় লিপ্ত হয়েছে।’ উল্লেখ্য, পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের দলেরই কয়েকজন সাংসদ এবং তার শরিকরা ইমরানের বিরুদ্ধে ভোট দেবে অনাস্থা প্রস্তাবে।
ইমরান খান এদিন বলেন, ‘আমি চাই ২৭ মার্চ সমগ্র জাতি আমার সাথে একটি বার্তা পাঠাক: আমরা মন্দের সাথে নই, আমরা এর বিরুদ্ধে। আমরা গণতন্ত্র ও জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিরুদ্ধে। যেখানে বিবেক লুটপাটের টাকায় জনপ্রতিনিধি কেনা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে।’ ইমরান আরও বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় ভবিষ্যদ্বাণী করছি যে আমরা অনাস্থা প্রস্তাবে সফল হব কারণ পুরো দল এবং আমাদের কর্মীরা আমাদের সাথে দৃঢ় ভাবে দাঁড়িয়ে আছে এবং এমনকি দুর্নীতি ও ঘোড়া-কেনাবেচার হুমকি নিয়ে বিতর্ক এখন ঘরোয়া আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’