Anju weds Nasrullah converting to Islam: মুসলিম হলেন ভারতের 'বধূ' অঞ্জু। নয়া নাম রাখলেন ফতিমা। ভারতে দুই সন্তানকে (১৫ বছরের মেয়ে এবং ছয় বছরের ছেলে) ফেলে নিকাহ সারলেন পাকিস্তানির সঙ্গে।
অঞ্জু এবং নাসরুল্লা। (ছবি সৌজন্যে টুইটার)
পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিকাহ করলেন ভারতের বধূ অঞ্জু (৩৪)। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম ফতিমা রাখেন রাজস্থানের বধূ। তারপর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির জেলার ছেলে নাসরুল্লার (২৯) সঙ্গে নিকাহ করেন। যে নাসরুল্লার সঙ্গে ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল অঞ্জুর। তারপর ধীরে-ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আর সেই ভালোবাসার টানেই রাজস্থানের আলওয়ারে নিজের স্বামী অরবিন্দ এবং দুই সন্তানকে (১৫ বছরের মেয়ে এবং ছয় বছরের ছেলে) ফেলে পাকিস্তানে চলে যান। থাকতে শুরু করেন নাসরুল্লার বাড়িতেই। প্রাথমিকভাবে নাসরুল্লা জানিয়েছিলেন যে তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। তাঁদের বিয়েরও কোনও পরিকল্পনা নেই। কিন্তু সেই মন্তব্যের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ধর্মান্তরিত হয়ে অঞ্জুর বিয়ের খবর সামনে এসেছে।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আপার দির জেলার স্থানীয় আদালতে অঞ্জু (ফতিমা) এবং নাসরুল্লার নিকাহ সম্পন্ন হয়। জেলার মোহরার সিটি থানার এক পুলিশ আধিকারিক বলেন, 'আজ নাসরুল্লা এবং অঞ্জুর বিয়ে সম্পন্ন হয়েছে। উনি (অঞ্জু) ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একেবারে নিয়ম মেনে নিকাহ হয়েছে।' নিকাহের সময় হাজির ছিলেন নাসরুল্লার পরিবারের সদস্য, আইনজীবী এবং পুলিশ কর্তারা। মালাকাণ্ড ডিভিশনের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল নাসির মেহমুদ সাট্টিও সেই নিকাহের বিষয়টি নিশ্চিত করেছেন। জিয়ো নিউজকে তিনি জানিয়েছেন যে নিকাহের পরে কড়া পুলিশি নিরাপত্তায় অঞ্জুকে নাসিরুল্লার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।