বিশ্বের মানচিত্রে এবার আরও একটি দেশ যুক্ত হতে চলেছে।আর সেই দিকেই এগোচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী বালাজি শ্রীনিবাসন।নতুন দেশ গড়বেন বলে আস্ত একটি দ্বীপ কিনে নিয়েছেন তিনি। তবে যে কেউ সেই দেশের নাগরিক হতে পারবেন না। শুধুমাত্র প্রযুক্তিবিদ,স্টার্টআপ মালিকরাই সেখানে বসবাসের অনুমতি পাবেন।
আরও পড়ুন-কাকাকে বিয়ে করতে চেয়ে সদ্য বিবাহিত স্বামীর খুন করাল বছর ২০-র স্ত্রী!
কে বালাজি শ্রীনিবাসন?
ভারতীয় বংশোদ্ভূত শ্রীনিবাসন বিনিয়োগকারী হিসেবে পরিচিত। প্রযুক্তির দুনিয়ায় তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। 'কাউন্সিল' সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তিনি। কয়েনবেস সংস্থায় চিফ টেকনোলজি অফিসারের দায়িত্ব পালন করেছেন। অ্যান্ড্রিসেন হোরোভিটজ-এ পার্টনারও ছিলেন। ভারতেও আনাগোনা রয়েছে শ্রীনিবাসনের। অনন্ত আম্বানির বিয়েতেও উপস্থিত ছিলেন তিনি।২৪ মে, ১৯৮০ সালে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন বালাজি। শ্রীনিবাসনের মা-বাবা দুজনেই চিকিৎসক। তামিলনাড়ু থেকে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে বিএস, এমএস, পিএচইডি অর্জন করেন ওই ব্যবসায়ী।
নেটওয়ার্ক স্কুল
এই মুহূর্তে নতুন দেশ তৈরির পরিকল্পনায় মশগুল শ্রীনিবাসন। ২০২৪ সালের অগাস্ট মাসে নতুন দ্বীপ কেনার কথা ঘোষণা করেন তিনি। সিঙ্গাপুরের কাছে একটি দ্বীপ কিনেছেন। সেখানেই চলে তাঁর নেটওয়ার্ক স্কুল। এক্স পোস্টে তিনি বলেন, 'পৃথিবীর সুপ্ত প্রতিভাকে লালন করব। আমাদের দ্বীপ রয়েছে একটি। বিটকয়েনের দৌলতেই সিঙ্গাপুরের কাছে নতুন দ্বীপটি পাওয়া গিয়েছে।যেখানে আমরা নেটওয়ার্ক স্কুল তৈরি করছি।'অন্যদের নিজের ভাবনার জগতের অংশ করে নিতে নেটওয়ার্ক স্কুল শুরু করেছেন শ্রীনিবাসন। সেখানে তিন মাসের বিশেষ কোর্স রয়েছে। যার আওতায় নতুন দেশ গড়ার উপযোগী শিক্ষাদান করা হয়। ডিজিটাল নির্ভর দুনিয়ার সঙ্গে মানুষকে সহজাত হয়ে উঠতে সাহায্য করা হয়। নেটওয়ার্ক স্কুল-এর কোর্স যোগ দেওয়া এক যুবকই সেখাকার ছবি ও ভিডিও পোস্ট করেছেন। সমমনস্ক মানুষদের নিয়ে নতুন দেশ গড়তে চান শ্রীনিবাসন। যাঁদের মূল্যবোধ, স্বপ্ন সবকিছুই প্রযুক্তিনির্ভর হবে, যেখানে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করবে না কেউ। ইন্টারনেটের যুগে গণতন্ত্রের নয়া সংজ্ঞা প্রতিষ্ঠা করতে চান শ্রীনিবাসন। সত্য, স্বাস্থ্য এবং সমৃদ্ধিই তাঁর মন্ত্র। নতুন দেশটির নাগরিক হলে ব্যক্তিগত জীবন থেকে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, পেশাগত প্রতিবন্ধকতা, সব কাটিয়ে উঠতে সাহায্য করবে সরকার। স্বনির্ভর হতে শেখাবে।
আরও পড়ুন-কাকাকে বিয়ে করতে চেয়ে সদ্য বিবাহিত স্বামীর খুন করাল বছর ২০-র স্ত্রী!