মহারাষ্ট্রে মর্মান্তিক ঘটনা ঘটেছে। হাইওয়েতে প্রকাশ্যে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয় তিন মহিলার কাছ থেকে সোনার গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। (আরও পড়ুন: কসবা গণধর্ষণ কাণ্ডের আবহে এবার 'ছোট ঘটনা' বিতর্কে মমতার মন্ত্রী মানস)
আরও পড়ুন-হাসপাতালে ঢুকে প্রকাশ্যে প্রেমিকার গলা কাটল যুবক! প্রকাশ্যে হাড়হিম ভিডিয়ো
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে।জানা গেছে, সোমবার গাড়িতে করে এক গ্রামের দুই পরিবারের সদস্যরা সোলাপুরের পন্ধরপুর মন্দির নগরীতে যাচ্ছিলেন।গাড়িতে ছিলেন তিনজন মহিলা এবং দু'জন নাবালক এবং একজন কিশোরী। ভোর সোয়া ৪টা নাগাদ ভিগাঁওয়ের কাছে হাইওয়েতে বিশেষ কারণে চালক গাড়িটি থামান। অভিযোগ, সেই সময় দুই অজ্ঞাত ব্যক্তি বাইকে করে এসে ওই গাড়ির সামনে দাঁড়ায়।এরপর গাড়ির কাছে এসে ধারালো অস্ত্র দেখিয়ে যাত্রীদের হুমকি দিতে শুরু করে তারা। তারা দুজন মিলে ভয় দেখিয়ে তিন মহিলার কাছ থেকে সোনার গয়না ছিনিয়ে নেয়। এরপর এক অভিযুক্ত গাড়ি থেকে জোর করে ওই ১৭ বছর বয়সি নাবালিকাকে নামিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। তারপর দুই অভিযুক্ত বাইকে করে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। (আরও পড়ুন: ভবিষ্যতে ফের ধর্ষণের জন্যে ভিডিয়ো করতে বলা হয়, কসবা কাণ্ডে 'দাদার কীর্তি' ফাঁস)
বেঙ্গালুরুর পুনরাবৃত্তি মধ্যপ্রদেশে! লিভ-ইন পার্টনারকে খুন, মৃতদেহের পাশেই ঘুম প্রেমিকের
এরপরেই গাড়ির যাত্রীরা থানায় গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, যে চায়ের দোকানে গাড়ির যাত্রীরা দাঁড়িয়েছিলেন, সেই দোকানের ৭৩ বছর বয়সি মালিক ঘটনাটি স্বচক্ষে দেখেছেন। কিন্তু বয়সের কারণে তিনি সমস্ত ঘটনা মনে করতে পারেননি।ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুণের (গ্রামীণ) পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানিয়েছেন, 'অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশের আটটি দল গঠন করা হয়েছে।'তদন্ত চলছে।