1 মিনিটে পড়ুন Updated: 13 Oct 2023, 05:13 PM ISTChiranjib Paul
ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট ওই মন্দিরটি তৈরি করবে। ২০১৯ সালে রামমন্দির সংক্রান্ত মামলায় রায়ে আদালত মসজিদ তৈরির জন্য আলাদা জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পর ধন্নিপুর গ্রামে মসজিদ তৈরির জন্য জমি বরাদ্দ হয়।
ধন্নিপুরে প্রস্তাবিত মসজিদের নক্সা (Sourced)
উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার প্রস্তাবিত মসজিদের নামকরণ হবে নবী মহম্মদের নামে। বৃহস্পতিবার মুম্বইয়ে মুসলিম ধর্মগুরুদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট ওই মন্দিরটি তৈরি করবে। ২০১৯ সালে রামমন্দির সংক্রান্ত মামলায় রায়ে আদালত মসজিদ তৈরির জন্য আলাদা জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পর ধন্নিপুর গ্রামে মসজিদ তৈরির জন্য জমি বরাদ্দ হয়।
নয়া এই মসজিদের নাম হবে 'মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ'। দেশের মসজিদগুলির মধ্যে সমন্বয় রক্ষাকারী সংগঠন অল ইন্ডিয়া রাবতা-ই-মসজিদ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নয়া মসজিদ নির্মাণের জন্য স্থানটি বাবরি মসজিদের মূল অবস্থান থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। ১৯৯২ সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়।
বৃহস্পতিবার, প্রস্তাবিত মসজিদের নকশা চূড়ান্ত করতে মুম্বাইয়ে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের প্রায় ১,০০ আলেম বৈঠক করেন।