আটদিনে ৫ দেশে সফরের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ জুলাই অর্থাৎ বুধবার থেকে শুরু হচ্ছে সেই সফর। প্রধানমন্ত্রী মোদীর অন্যতম বড় বিদেশ সফর এটি।কারণ, এটি১০ বছরের মধ্যে প্রধানমন্ত্রীর দীর্ঘতম কূটনৈতিক সফর হতে চলেছে। একের পর এক বৈঠকে যোগ দেবেন তিনি। (আরও পড়ুন: ক'দিন আগে ট্রাম্পকে কথা শুনিয়েছিলেন মোদী, ২ নেতার সম্পর্ক এখন কেমন? মুখ খুলল USA)
আরও পড়ুন: 'নিত্যনৈমিত্তিক বিষয়…', 'পাক জিন্দাবাদ' পোস্ট শেয়ার করা বৃদ্ধকে নিয়ে কী বলল HC?
আরও পড়ুন: ৭০ বছর বয়সি পর্যটককে পহেলগাঁওয়ের হোটেলে ধর্ষণ স্থানীয় কাশ্মীরির, কী বলল আদালত?
এর আগে ২০১৬ সালে প্রধানমন্ত্রী একসঙ্গে পাঁচ দেশে সফর করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সুইজারল্যান্ড, আফগানিস্তান ও কাতারে সে বছর ৪ থেকে ৮ জুন পর্যন্ত সফর করেছিলেন। আর এবার তিনি যাচ্ছেন ঘানা, আর্জেন্টিনা, ত্রিনিদাদ ও টোবাগো, ব্রাজিল ও নামিবিয়া। ২ থেকে ৯ জুলাইয়ের মধ্যে এই দেশগুলিতে সফর করবেন তিনি।এর আগে ২০১৫-তে ৯ দিনের সফর সেরেছিলেন মোদী। সেই তালিকায় ছিল ফিজি, অস্ট্রেলিয়া ও মায়ানমার। এমনও পরিস্থিতি তৈরি হয়েছে যে হোটেলে নয়, বিমানেই লাগেজ রেখে কর্মসূচিতে যোগ দিতে হয়েছে মোদীকে। (আরও পড়ুন: শিক্ষা হয়নি মুনিরের, ফের কি কাশ্মীরে জঙ্গি হানার ছক পাক সেনা প্রধানের?)