Cyclone Asani Speed Increases: গতি বাড়ল অশনির, দ্রুত বেগে বঙ্গোপসাগরের বুক চিরে এগোচ্ছে ঘূর্ণিঝড়
Updated: 09 May 2022, 11:42 AM IST Abhijit Chowdhury 09 May 2022 cyclone asani, cyclone asani forecast, cyclone asani updates, cyclone asani in west bengal, cyclone asani west bengal update, cyclone asani speed, where is cyclone asani, ঘূর্ণিঝড় অশনি, ঘূর্ণিঝড় অশনি কোথায়, ঘূর্ণিঝড় অশনির গতি কত, ঘূর্ণিঝড় অশনির প্রভাব, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় অশনির প্রভাব, ঘূর্ণিঝড় অশনির আপডেট, cyclone asani latest updatesCyclone Asani Update: ক্রমেই দ্রুত বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। স্থলভাগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কম। তবে এরই মাঝে গত কয়েক ঘণ্টায় অনেকটাই গতি বাড়ল ঘূর্ণিঝড় অশনির। এদিকে অশনির প্রভাবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ ভিজতে শুরু করেছে। এই বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি