বাবর আজম ‘টেলস’ বলেছিলেন। সঞ্চালক রবি শাস্ত্রী ‘হেডস’ বললেন। তার জেরে ভারত-পাকিস্তান ম্যাচের টসের সময় কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছিল। শেষপর্যন্ত ভুল শুধরে দেন ম্যাচ রেফারি। তারইমধ্যে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শাস্ত্রীকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
রবিবার দুবাইয়ে টস করতে আসেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তানের অধিনায়ক। সঞ্চালনার দায়িত্ব ছিল শাস্ত্রীর উপর। প্রাথমিক পরিচয়-পর্ব সেরে টসের প্রক্রিয়া শুরু করেন। কয়েন ফ্লিপ করেন রোহিত। ‘টেলস’ বলেন বাবর। যদিও কাণায়-কাণায় ভরতি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মাঠের বাইরে দাঁড়িয়ে ‘হেডস’ বলেন শাস্ত্রী। তার জেরে বিভ্রান্তি তৈরি হয়। যদিও ম্যাচ রেফারি ভুল শুধরে দেন। টসে জেতেন বাবর। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক।
(IND vs PAK Super 4 Live: রোহিতের চার-ছক্কায় আগ্রাসী শুরু ভারতের – লাইভ আপডেট দেখুন এখানে)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।