ওপেনার হিসেবে নিজের জায়গা পোক্ত করে নেওয়ার বড় সুযোগ ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজটা করতে পারেননি। এবার নেটেও ক্লিন বোল্ড হয়ে গেলেন অজিঙ্কা রাহানে। ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়কের আউট হওয়ার সেই ভিডিয়ো কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: বড় চাল নাইট রাইডার্সের, দলে এলেন নিকোলাস পুরান
ভিডিয়োয় দেখা গিয়েছে, রাহানের ব্যাট এবং প্যাডের অনেকটা ফাঁকা রয়ে গিয়েছে। সেখান থেকেই আমন খানের বল ঢুকে স্টাম্পে আছড়ে পড়ে। একেবারে ‘টপ অফ অফ স্টাম্প’-এ (অফস্টাম্পের উপরে) লাগে। ভিডিয়োর কমেন্টে অনেকেই শিবম মাভির পরিবর্তে আমন খানকে খেলানোর দাবি তুলেছেন। যে আমন এবার নেটে বেশ নজর কেড়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।