প্রথম ইনিংস পাকিস্তান তুলল ৪৩৮, দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ১৬৫ রান তুলেছে। নিউজিল্যান্ডের এদিনের ইনিংসে ডেভন কনওয়ে ৮২ রানে অপরাজিত রয়েছেন এবং টম লাথাম ৭৮ রানে অপরাজিত রয়েছেন। দিনের শেষে পাকিস্তানের চেয়ে এখনও ২৭৩ রান পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ডের দল।
দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১৬৫/০ (ছবি-এএফপি)
বাবর আজমের সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩৮ রান করল পাকিস্তান, যার জবাবে দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১৬৫ রান তুলেছে। নিউজিল্যান্ডের এদিনের ইনিংসে ডেভন কনওয়ে ৮২ রানে অপরাজিত রয়েছেন এবং টম লাথাম ৭৮ রানে অপরাজিত রয়েছেন। দিনের শেষে পাকিস্তানের চেয়ে এখনও ২৭৩ রান পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ডের দল।
খেলার প্রথম দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল পাঁচ উইকেটে ৩১৭ রান। এই স্কোর দিয়েই ম্যাচের দ্বিতীয় দিনের ইনিংস শুরু করেছিল পাকিস্তান। এরপরে ২৮০ বলে ১৬১ রান করে আউট হন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। নওমান আলি ৭৫ বল খেলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। মহম্মদ ওয়াসিম জুনিয়র ৫ বল খেলে ২ রান করে ইশ সোধির শিকার হন। মির হামজা ১ রান করেই আউট হন। তবে পাকিস্তানের উইকেট তাড়াতাড়ি পড়তে থাকলেও আঘা সলমন একাই ইনিংস সামলান। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি। ১৫৫ বলে ১০৩ রান করে টিম সাউদির শিকার হন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।