ম্যাচের প্রথম দু'দিনে ছবিটা ছিল বন্ধুত্বপূর্ণ। যদিও মিষ্টি কথায় মন জ্বালানোর খেলা চলছিলই। তবে তৃতীয় দিনে বিরাট কোহলি ও জনি বেয়ারস্টোর সেই বন্ধুত্বের ছবিটাই কার্যত শত্রুতায় বদলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝেই হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারদের। যদিও পেশাদার দুই ক্রিকেটার পারস্পরিক সম্ভ্রম বজার রাখেন শেষ পর্যন্ত।
পরে বেয়ারস্টো দাবি করেন, ‘বিরাট কোহলি এবং অন্যান্য ভারতীয় খেলোয়াড়রা তাদের দেশ সম্পর্কে খুবই আবেগ প্রবণ। আমার এবং বিরাটের মধ্যে আক্ষরিক অর্থে কিছুই নেই, মাঠের মধ্যে দু'জন প্রতিযোগী যা পছন্দ করে, সেটাই করছে।’
ঘটনাটি কী?
এজবাস্টন টেস্টের প্রথম দিনে কোহিল যখন ব্যাট করছিলেন, বেয়ারস্টোকে তাঁর সঙ্গে মস্করা করতে দেখা যায়। দ্বিতীয় দিনে বেয়ারস্টোর উদ্দেশ্যে টিপ্পনি কাটতে দেখা যায় বিরাটকে। তবে দুই ক্রিকেটারের আলিঙ্গনের ছবিটা প্রমাণ দিচ্ছিল তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে।
আরও পড়ুন: ‘সুপার বিরাট’র ‘ক্রিপ্টোনাইট’ স্টোকস, ষষ্ঠবার কোহলিকে আউট করলেন বেন
তবে তৃতীয় দিনের শুরু থেকেই ভিন্ন ছবি দেখা যায়। শামি-বুমরাহর বলে যখন ক্রমাগত পরাস্ত হয়ে চলেছেন জনি বেয়ারস্টো, স্লিপে দাঁড়িয়ে ক্রমাগত খোঁচা দিতে শুরু করেন কোহলি। পাল্টা টিপ্পনি কাটতে দেখা যায় বেয়ারস্টোকেও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।