বাংলা নিউজ > ময়দান > World Athletics Championships Javelin: বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ছয়ে ৩ ভারতীয়! নেটপাড়া বলল ‘বেঁচে থাকার সেরা সময় এটা’
পরবর্তী খবর
World Athletics Championships Javelin: বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ছয়ে ৩ ভারতীয়! নেটপাড়া বলল ‘বেঁচে থাকার সেরা সময় এটা’
1 মিনিটে পড়ুন Updated: 28 Aug 2023, 08:06 AM ISTAyan Das
World Athletics Championships Javelin: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভেলিনে প্রথম ছয়ের মধ্যে তিনজন ভারতীয় থাকলেন। নীরজ চোপড়া, কিশোর জেনা এবং ডিপি মনু। যা দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন ভারতীয় নেটিজেনরা।
কিশোর জেনা, নীরজ চোপড়া এবং ডিপি মনু। (ছবি সৌজন্যে রয়টার্স ও এএফপি)
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের ফাইনালে প্রথম ছয়ের মধ্যে তিনজন ভারতীয় - কোনওদিন এমন মুহূর্তের যে সাক্ষী থাকতে পারবেন, তা সম্ভবত ভাবতে পারেননি অনেকেই। কিন্তু রবিবার গভীর রাতে ঠিক সেটাই হল। জ্যাভেলিনের সর্ববৃহৎ মঞ্চে (অন্যতম) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ছয়ের মধ্যে থাকলেন নীরজ চোপড়া, কিশোর জেনা এবং ডিপি মনু। নীরজ তো ঐতিহাসিক সোনা জেতেন। নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করে পঞ্চম স্থানে শেষ করেন কিশোর। আর ষষ্ঠ স্থানে শেষ করেন মনু। একটা সময় তো অলিম্পিক্সে রুপোজয়ী জাকুব ভ্যাডলেচকেও টপকে গিয়েছিলেন কিশোর।
রবিবার (স্থানীয় সময় অনুযায়ী) বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন ভারতীয় নামেন। প্রথম তিনটি থ্রোয়ের পরে শেষ আটে থাকেন তিনজনই। নীরজ যখন ঐতিহাসিক সোনার লক্ষ্যে ঝাঁপিয়েছেন, তখন বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বলের কাজে সামিল হন কিশোর এবং মনু। জোর টেক্কা দিতে থাকেন ভ্যাডলেচ (৮৬.৬৭ মিটার), জুলিয়ান ওয়েবারদের (৮৫.৭৯ মিটার) মতো তারকাদের। শেষপর্যন্ত ৮৪.৭৭ মিটার দূরত্ব অতিক্রম করে পঞ্চম স্থান দখল করেন কিশোর। আর মনুর জ্যাভেলিন অতিক্রম করে সর্বোচ্চ ৮৪.১৪ মিটার। অন্যদিকে, সোনা জেতেন নীরজ।
আর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ত্রিমূর্তির সেই পারফরম্যান্স দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ভারতীয় নেটিজেনরা। একটা সময় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেখানে ভারতীয়দের কার্যত দূরবীন দিয়ে খুঁজতে হত, সেই মঞ্চেই প্রথম ছয়ের মধ্যে তিনজন ভারতীয় অ্যাথলিট আছেন দেখে তাঁরা আবেগ চাপতে পারেননি। তেমনই এক নেটিজেন বলেন, ‘সোনা জিতলেন নীরজ চোপড়া। পঞ্চম স্থানে আছেন কিশোর জেনা। ষষ্ঠ স্থানে আছে ডিপি মনু। অন্যতম সেরা মঞ্চে পুরুষদের জ্যাভেলিন ফাইনালের প্রথম ছয়ে তিন ভারতীয় আছেন। বেঁচে থাকার জন্য এটা সেরা সময়।’
অপর এক নেটিজেন বলেন, ‘প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীরজ চোপড়া। আর ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের প্রথম ছয়ের মধ্যে তিন ভারতীয় আছেন। এরকম সময়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রার্থনা করে এসেছি।’ সেইসঙ্গে তাঁর প্রার্থনা, এবার যেন ৯০ মিটারের গণ্ডি পার করে ফেলতে পারেন ‘সোনার ছেলে’ নীরজ। যিনি অলিম্পিক্স গেমস, ডায়মন্ড লিগ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো বিভিন্ন প্রতিযোগিতায় সোনা জিতেছেন। আর আগামী বছর প্যারিসেও সোনা জয়ের লক্ষ্য নামবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।