Updated: 22 Feb 2021, 09:07 PM IST
HT Bangla Correspondent
হুগলির সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাক দিলেন আসল পরিবর্তনের। তাঁর মতে, বাংলার সম্ভাবনা অসীম। তিনি যখন বিদেশে যান, তখন অনেক বাঙালির সঙ্গে তাঁর দেখা হয় যারা নিজের রাজ্যের জন্য কিছু করতে ইচ্ছুক, বলে জানান প্রধানমন্ত্রী। কিন্তু বাংলায় যে কাটমানির কালচার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে তার জন্যই বিকাশের গতি রুদ্ধ হয়েছে বলে তাঁর অভিযোগ।
মোদী বলেন যে সবকিছুতেই এখন সিন্ডিকেট ঢুকে গিয়েছে। বাড়ি ভাড়া নিতে গেলেও কাটমানি দিতে হচ্ছে বলে তিনি জানান। দুই দিক থেকেই এই সিন্ডিকেটগুলি টাকা খাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন যে কাট কাট কাট কালচারকে বন্ধ করার জন্য বিজেপিকে ক্ষমতায় আনা দরকার, কারণ তাহলেই আসল পরিবর্তন হবে বলে প্রধানমন্ত্রীর দাবি।