রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের আদালত পর্যন্ত যেতে হবে না। অসম, উত্তর প্রদেশের মতো ২৪ ঘণ্টার মধ্যে হিসাব হয়ে যাবে। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির কন্যা সম্মান যাত্রার পর জনসভা থেকে এই মন্তব্য করেন তিনি।এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মমতা হিন্দু হতে পারে না। তাই আপনারা জোট বাঁধুন। যোগী আদিত্যনাথজি, হিমন্ত বিশ্বশর্মার মতো সরকার আনুন। যারা ধর্ষণ করছে যারা তাদের আদালত পর্যন্ত যেতে হবে না। ২৪ ঘণ্টায় হিসাব হয়ে যাবে। যদি হিন্দু বাঁচাতে হয়, মা বোনেদের বাঁচাতে হয় বেকার শিক্ষিত যুবককে কর্মসংস্থান দিতে হয়, শিল্প আনতে হয়, কৃষকদের বাঁচাতে হয়।'তৃণমূল মানে চোর, লুঠেরা পর্টি। তৃণমূল মানে জঙ্গি জেহাদিদের পার্টি। তৃণমূল মানে ধর্ষকদের পার্টি। এই তৃণমূলকে উপড়ে ফেলতে হবে।’তিনি আরও বলেন, ‘কন্যারত্নকে যদি বাঁচাতে চান তাহলে তৃণমূলকে বিদায় করুন।’মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘দিঘায় রথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রথের রশি ইচ্ছাকৃতভাবে জুতো দিয়ে পাড়িয়েছেন হাওড়ার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী। পুলিশের জুতোর নীচে রথের রশি। অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে এরকম কিছু হলে তো এতক্ষণে তাণ্ডব শুরু করে দিত।’