নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আদালতে বিস্ফোরক দাবি করল সিবিআই। মঙ্গলবার সিবিআইয়ের আইনজীবী বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জানিয়েছেন, মন্ত্রিসভায় যে অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল সেখানে নিয়োগেও নেওয়া হয়েছিল টাকা। তবে কতজন টাকা দিয়েছিলেন তা জানাতে পারেনি সিবিআই। সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে আদালতের অনুমোদন প্রয়োজন বলে জানান সিবিআইয়ের আইনজীবী।
গত ২৪ জুন SSCর শারীরশিক্ষা - কর্মশিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে বিচারপতি বিশ্বজিৎ বসু অন্যান্য ক্ষেত্রের মতো এখানেও চাকরি বিক্রি হয়েছে কি না তা তদন্ত করে দেখতে বলেন সিবিআইকে। তিনি বলেন, সিবিআইয়ের পক্ষে এই খবর বার করা বেশি কষ্টকর হবে না। মঙ্গলবার সেই মামলার শুনানিত সিবিআইয়ের তরফে জানানো হয়, অতিরিক্ত শূন্যপদে নিয়োগেও হয়েছিল টাকার লেনদেন। রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন নিয়ে তৈরি হয়েছিল এই অতিরিক্ত শূন্যপদ। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে আর তাতে নিয়োগ করতে পারেনি রাজ্য সরকার।
এদিন সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি বসু প্রশ্ন করেন, অতিরিক্ত শূন্যপদে নিয়োগের জন্য কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। জবাবে সিবিআইয়ের আইনজীবী বলেন, সেই তথ্য আমাদের কাছে এখন নেই। সেই তথ্য বার করতে গেলে সিবিআইকে আদালতের অনুমতি নিয়ে FIR দায়ের করতে হবে। সঙ্গে সঙ্গে সিবিআইকে FIR দায়েরের অনুমতি দিয়ে কারচুপির সংখ্যা খুঁজে বার করতে বলেন বিচারপতি বসু। আগামী ৪ জুলাই ফের এই মামলার শুনানি।