আর কোনও ভারতীয় ক্রিকেটার ৭ নম্বর নিজের জার্সির পিছনে ব্যবহার করতে পারবেন না। আসলে মহেন্দ্র সিং ধোনি এই সা নম্বর জার্সি গায়ে মাঠে নামতেন। এবার এই নম্বর নিয়ে বিশেষ পরিকল্পনা করল বিসিসিআই। সচিন তেন্ডুলকরের পর ধোনির জার্সি নম্বরকেও অবসর করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তেন্ডুলকরের অবসরের কিছু সময় পরে, তাঁর জার্সি নম্বর দশকে অবসর দেওয়া হয়েছিল। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলে কেউই এই নম্বরের জার্সি পড়তে পারবেন না। এবার মহেন্দ্র সিং ধোনির জার্সির নম্বরের সঙ্গেও একই সিদ্ধান্ত নেওয়া হল।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, টিম ইন্ডিয়া ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিল। ধোনিই একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে দল তিনটি আইসিসি ট্রফি জিতেছে। ধোনিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে, তারা আর ৭ নম্বরটা নিতে পারবেন না অর্থাৎ তারা তাদের জার্সিতে সাত নম্বর ব্যবহার করতে পারবেন না।
বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'ভারতের তরুণ ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেটারদের জানানো হয়েছে যে তারা এমএস ধোনির ৭ নম্বর জার্সি ব্যবহার করতে পারবেন না। নতুন খেলোয়াড়রা ৭ নম্বর এবং ১০ নম্বর বাদে অন্য কোনও নম্বর তাদের জার্সিতে ব্যবহার করতে পারেন। সচিন তেন্ডুলকরের জার্সি নম্বরকে আগেই অবসর দেওয়া হয়ে গেছে। বিসিসিআই-এর এই সিদ্ধান্ত শুধুমাত্র ভারতীয় ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আইসিসির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়রা ১ থেকে ১০০ এর মধ্যে যে কোনও জার্সি নম্বর বেছে নিতে পারেন। কিন্তু এই বিকল্পগুলি ভারতীয় ক্রিকেটারদের জন্য সীমিত হয়ে পড়েছে। বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘বর্তমান ক্রিকেটারদের মধ্যে ৬০টি জার্সি নম্বর দেওয়া হয়েছে। তাই এমন পরিস্থিতিতে কোনও খেলোয়াড় যদি এক বছরও ক্রিকেট থেকে দূরে থাকেন, তাহলে আমরা তাঁর জার্সি নম্বর কাউকে দিই না। এমন অবস্থায়, যে খেলোয়াড় অভিষেক করবেন তার জার্সি নম্বর ৩০ এর কাছাকাছি বেছে নেওয়ার অধিকার থাকবে।’
সম্প্রতি, যশস্বী জসওয়াল যখন টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছিলেন, তখন তিনি ১৯ নম্বর জার্সি চেয়েছিলেন। জার্সি নম্বর ১৯ দীনেশ কার্তিক পরে খেলেন। এই জার্সি নম্বর নিয়েই রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন জসওয়াল। কিন্তু বিসিসিআই-এর প্রত্যাখ্যানের পর ৬৪ নম্বর জার্সি পরে নেন যশস্বী।