Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL 2024 Qualifier 1 Live Score: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে দাপুটে জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেই সুবাদে তারা টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে।
KKR vs SRH, IPL 2024 Qualifier 1: ১৪ ম্যাচে ৯টি জয়-সহ ২০ পয়েন্ট নিয়ে নিয়ে লিগ টেবিলের এক নম্বরে থেকে প্লে-অফে ওঠে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১৪ ম্যাচে ৮টি জয়-সহ ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফের বৃত্তে প্রবেশ করে সানরাইজার্স হায়দরাবাদ। এবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এর প্রথম কোয়ালিফায়ারে সম্মুখসমরে নামে কেকেআর ও সানরাইজার্স। শেষমেশ প্রথম কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালের টিকিট হাতে পায় কলকাতা। ম্যাচ হেরে বসায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামতে হবে সানরাইজার্সকে।
21 May 2024, 11:11 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: ম্যাচের সেরা মিচেল স্টার্ক
৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে কেকেআরকে জয়ের ভিতে বসিয়ে দেন মিচেল স্টার্ক। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অজি স্পিডস্টার।
১৪তম ওভারে বল করতে আসেন ট্র্যাভিস হেড। তাঁর ওভারের প্রথম ৪টি বলে ৩টি ছক্কা ও ১টি চার মারেন শ্রেয়স আইয়ার। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়স। তিনি অপরাজিত থাকেন ২৪ বলে ৫৮ রান করে। মারেন ৫টি চার ও ৪টি ছক্কা। হায়দরাবাদের ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ১৩.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে আইপিএল ২০২৪-এর ফাইনালে ওঠে কলকাতা। বেঙ্কটেশ ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ট্র্যাভিস ১.৪ ওভারে ৩২ রান খরচ করেন।
১৩তম ওভারে বল করতে আসে নীতীশ রেড্ডি। ওভারের তৃতীয় বলে চার মারেন শ্রেয়স আইয়ার। ওভারের শেষ বলে ছক্কা মারেন বেঙ্কটেশ। সেই সুবাদে তিনি ব্যক্তিগত হাফ-সেঞ্চুরিও পূর্ণ করেন। ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান বেঙ্কটেশ। ১৩ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১৪২ রান। বেঙ্কটেশ ৫১ ও শ্রেয়স ৩৬ রানে ব্যাট করছেন। ১ ওভারে ১৩ রান খরচ করেন নীতীশ।
21 May 2024, 10:37 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: হেডের ওভারে ১০ রান
১২তম ওভারে বল করতে আসেন ট্র্য়াভিস হেড। তাঁর ওভারে ১টি চার মারেন শ্রেয়স আইয়ার এবং একটি বাউন্ডারি মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে ১০ রান ওঠে। ১২ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১২৯ রান। ২৫ বলে ৪৪ রান করেছেন বেঙ্কটেশ আইয়ার। মেরেছেন ৫টি চার ও ৩টি ছক্কা। ১৭ বলে ৩০ রান করেছেন শ্রেয়স আইয়ার। মেরেছেন ৩টি চার ও ১টি ছক্কা।
১০.১ ওভারে নটরাজনের বলে শ্রেয়সের সহজ ক্যাচ ছাড়েন ট্র্যাভিস হেড। পরের বলেই ছক্কা মারেন শ্রেয়স। ওভারের শেষ বলে চার মারেন তিনি। ওভারে ১২ রান ওঠে। ১১ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১১৯ রান। বেঙ্কটেশ ৩৯ ও শ্রেয়স ২৫ রানে ব্যাট করছেন। নটরাজন ৩ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
21 May 2024, 10:30 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: জীবনদান পেলেন শ্রেয়স, ১০০ টপকাল কলকাতা
৯.১ ওভারে বিজয়কান্তর বলে শ্রেয়স আইয়ারের ক্যাচ ছাড়েন কিপার এনরিখ ক্লাসেন। ওভারের শেষ বলে ছক্কা মারেন বেঙ্কটেশ। ওভারে ১১ রান ওঠে। ১০ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১০৭ রান। বেঙ্কটেশ ৩৮ রানে ব্যাট করছেন। ১৪ রান করেছেন শ্রেয়স। বিজয়কান্ত ২ ওভারে ২২ রান খরচ করেছেন।
নবম ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। তাঁর ওভারে ১টি চার মারেন বেঙ্কটেশ আইয়ার এবং ১টি চার মারেন শ্রেয়স। ওভারে ১১ রান ওঠে। ৯ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৯৬ রান। ৩১ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ। ১০ রান করেছেন শ্রেয়স। কামিন্স ৩ ওভারে ৩৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
অষ্টম ওভারে বল করতে আসেন বিজয়কান্ত বিয়াসকান্ত। তাঁর ওভারে ১টি ছক্কা মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে ১১ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৮৫ রান। ১৪ বলে ২৬ রান করেছেন বেঙ্কটেশ। ৪ বলে ৪ রান করেছেন শ্রেয়স আইয়ার।
সপ্তম ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। তাঁর ওভারের প্রথম বলে চার মারেন সুনীল নারিন। তবে দ্বিতীয় বলেই আউট হয়ে বসেন তিনি। ৬.২ ওভারে কামিন্সের বলে বিজয়কান্তর হাতে ধরা পড়েন সুনীল নারিন। ১৬ বলে ২১ রান করেন তিনি। মারেন ৪টি চার। কলকাতা ৬৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন বেঙ্কটেশ। ৭ ওভার শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে ৭৪ রান। ১১ বলে ১৮ রান করেছেন বেঙ্কটেশ। কামিন্স ২ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
21 May 2024, 10:08 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন টি নটরাজন। তাঁর ওভারে ১টি চার মারেন সুনীল নারিন। ওভারে ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৬৩ রান। ১৭ রানে ব্যাট করছেন নারিন। ১২ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ। নটরাজন ২ ওভারে ১০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
21 May 2024, 09:59 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: ৫০ টপকাল কলকাতা
পঞ্চম ওভারে ফের বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। তাঁর ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে ৮ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৫৭ রান। বেঙ্কটেশ ও নারিন উভয়েই ব্যক্তিগত ১২ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন ভুবনেশ্বর।
চতুর্থ ওভারে বল করতে আসেন টি নটরাজন। ৩.২ ওভারে নটরাজনের বলে বিজয়কান্তের হাতে ধরা পড়েন রহমানউল্লাহ। ১৪ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। ৪৪ রানে ১ উইকেট হারায় কলকাতা। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার। তিনি মাঠে নেমেই চার মারেন। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ৪৯ রান। নটরাজন ১ ওভারে ৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
21 May 2024, 09:50 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: ভুবির ওভারে ১৮ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। প্রথন বলেই লেগ-বাই চার পায় কেকেআর। তৃতীয় বলে ছক্কা মারেন গুরবাজ। চতুর্থ বলে চার মারেন তিনি। ওভারে ১৮ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৪৪ রান। ১২ বলে ২৩ রান করেছেন গুরবাজ। ৬ বলে ১২ রান করেছেন নারিন। ভুবনেশ্বর ২ ওভারে ২০ রান খরচ করেছেন।
21 May 2024, 09:43 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: কামিন্সের ওভারে ২০ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। ওভারের প্রথম ও দ্বিতীয় বলে পরপর ২টি চার মারেন সুনীল নারিন। তৃতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বল গুরবাজের প্যাডে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। লেগ-বাই চার পায় কেকেআর। পঞ্চম বলে স্টেপ-আউট করেন গুরবাজ। বল তাঁর ব্যাটের কানায় লেগে থার্ডম্যান বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। ছয় রান উপহার পান গুরবাজ। ওভারে ২০ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ২৬ রান। গুরবাজ ১২ ও নারিন ৯ রান করেছেন।
21 May 2024, 09:35 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: গুরবাজের বাউন্ডারিতে রান তাড়া শুরু কলকাতার
কলকাতার হয়ে ওপেন করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। হায়দরাবাদের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন রহমানউল্লাহ। প্রথম ওভারে ৬ রান ওঠে। ৬ রানই করেছেন গুরবাজ।
21 May 2024, 09:18 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: অল-আউট হায়দরাবাদ
১৯.৩ ওভারে আন্দ্রে রাসেলের বলে বড় শট নেওয়ার চেষ্টায় বল আকাশে তুলে বসেন প্যাট কামিন্স। ক্যাচ ধরতে ভুল করেননি উইকেটকিপার গুরবাজ। ২৪ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন কামিন্স। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। সানরাইজার্স হায়দরাবাদ ১৫৯ রানে অল-আউট হয়ে যায়। বিজয়কান্ত ৫ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। রাসেল ১.৩ ওভারে ১৫ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। সুতরাং, জয়ের জন্য কলকাতার দরকার ১৬০ রান।
১৯তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকাল সানরাইজার্স হায়দরাবাদ। মিচেল স্টার্কের বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন কামিন্স। ওভারে ১২ রান ওঠে। ১৯ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৯ উইকেটে ১৫৬ রান। ২২ বলে ৩০ রান করেছেন প্যাট কামিন্স। ৪ বলে ৪ রান করেছেন বিজয়কান্ত। স্টার্ক ৪ ওভারে ৩৪ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।
১৮তম ওভারে বরুণ চক্রবর্তীর প্রথম বলেই রিভার্স শটে ছক্কা হাঁকান প্যাট কামিন্স। ওভারে ১১ রান ওঠে। ১৮ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৯ উইকেটে ১৪৪ রান। প্যাট কামিন্স ১৭ বলে ১৯ রান করেছেন। ৩ রানে ব্যাট করছেন বিজয়কান্ত। ৪ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন বরুণ
21 May 2024, 09:05 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: রানার ওভারে ৭ রান
১৭তম ওভারে হর্ষিত রানার বলে ১টি চার মারেন প্যাট কামিন্স। ওভারে ৭ রান ওঠে। ১৭ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৯ উইকেটে ১৩৩ রান। ১০ রানে ব্যাট করছেন প্যাট কামিন্স। হর্ষিত রানা ৪ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
১৪.৪ ওভারে হর্ষিত রানার বলে বড় শট খেলার চেষ্টায় বাউন্ডারি লাইনে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন আবদুল সামাদ। ১২ বলে ১৬ রান করেন তিনি। মারেন ২টি ছক্কা। হায়দরাবাদ ১২৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভুবনেশ্বর কুমার। রানা ৩ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন। ৩ রানে ব্যাট করছেন কামিন্স।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে প্রথম বলেই আউট হয়ে বসেন সনভীর সিং। ১৩.৩ ওভারে সুনীল নারিনের বলে বোল্ড হন তিনি। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন সনভীর। হায়দরাবাদ ১২১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্যাট কামিন্স। ১৪ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৭ উইকেটে ১২৩ রান। সামাদ ৯ বলে ১৫ রান করেছেন। নারিন ৪ ওভারে ৪০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
21 May 2024, 08:45 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: রান-আউট ত্রিপাঠী
১৩.১ ওভারে সুনীল নারিনের বলে ছক্কা হাঁকান আবদুল সামাদ। তবে দ্বিতীয় বলে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রাহুল ত্রিপাঠী। ৩৫ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন রাহুল। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ১২১ রানে ৬ উইকেট হারায় হায়দরাবাদ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে নামেন সনভীর সিং।
21 May 2024, 08:40 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: বরুণের ওভারে ৫ রান
১৩তম ওভারে পুনরায় বল করতে আসেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারে মাত্র ৫ রান ওঠে। ১৩ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৫ উইকেটে ১১৫ রান। ত্রিপাঠী ৫৫ ও সামাদ ৯ রানে ব্যাট করছেন। বরুণ ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
১২তম ওভারে সুনীল নারিনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে খাতা খোলেন আবদুল সামাদ। ওভারে ৯ রান ওঠে। ১২ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৫ উইকেটে ১১০ রান। ৩২ বলে ৫৩ রান করেছেন রাহুল ত্রিপাঠী। ৪ বলে ৭ রান করেছেন সামাদ। নারিন ৩ ওভারে ৩২ রান খরচ করেছেন।
১০.৬ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন এনরিখ ক্লাসেন। ২১ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন এনরিখ। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। হায়দরাবাদ ১০১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আবদুল সামাদ। বরুণ নিজের প্রথম ওভারে ৯ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল ত্রিপাঠী। ১৪.৪ ওভারে বরুণ চক্রবর্তীর বলে চার মেরে অর্ধশতরানে পৌঁছে যান রাহুল। হায়দরাবাদ সেই সঙ্গে দলগত ১০০ রানে পৌঁছে যায়।
দশম ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। দ্বিতীয় বলে চার মারেন ক্লাসেন। চতুর্থ বলে বাউন্ডারি মারেন ত্রিপাঠী। ওভারে ১২ রান ওঠে। ১০ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৯২ রান। ২৬ বলে ৪৫ রান করেছেন ত্রিপাঠী। ১৮ বলে ৩০ রান করেছেন ক্লাসেন।
21 May 2024, 08:24 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: নারিনের ওভারে ১৮ রান
নবম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। দ্বিতীয় বলে চার মারেন রাহুল ত্রিপাঠী। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান ক্লাসেন। শেষ বলে ফের চার মারেন তিনি। ওভারে মোট ১৮ রান ওঠে। ৯ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৮০ রান। ২৩ বলে ৩৯ রান করেছেন রাহুল ত্রিপাঠী। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। ১৫ বলে ২৪ রান করেছেন ক্লাসেন। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। নারিন ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
অষ্টম ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। তাঁর ওভারের চতুর্থ বলে ব়্যাম্প শটে ছক্কা হাঁকান রাহুল ত্রিপাঠী। ওভারে মোট ১২ রান ওঠে। ৮ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৬২ রান। ২১ বলে ৩৪ রান করেছেন রাহুল। ১১ বলে ১১ রান করেছেন ক্লাসেন। হর্ষিত ২ ওভারে ১৮ রান খরচ করেছেন।
সপ্তম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। তাঁর ওভারে ৫ রান ওঠে। ৭ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৫০ রান। ১৮ বলে ২৬ রান করেছেন রাহুল ত্রিপাঠী। ৮ বলে ৮ রান করেছেন এনরিখ ক্লাসেন।
21 May 2024, 08:07 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: পাওয়ার প্লে-র খেলা শে
ষষ্ঠ ওভারে বল করতে আসেন হর্ষিত রানা। তাঁর ওভারের তৃতীয় বলে চার মারেন ক্লাসেন। ওভারে ৬ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৪ উইকেটে ৪৫ রান। ২৪ রানে ব্যাট করছেন রাহুল ত্রিপাঠী। ৪ বলে ৫ রান করেছেন ক্লাসেন।
21 May 2024, 08:00 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: পরপর ২ বলে ২টি উইকেট নিলেন মিচেল স্টার্ক
পঞ্চম ওভারে মিচেল স্টার্কের প্রথম বলেই চার মারেন নীতীশ রেড্ডি। তবে ওভারের পঞ্চম বলে আউট হয়ে বসেন তিনি। ৪.৫ ওভারে স্টার্কের বলে পুল শট খেলার চেষ্টা করেন নীতীশ রেড্ডি। বল আকাশ উঠে যায়। ক্যাচ ধরতে ভুল করেননি উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৯ রান করে মাঠ ছাড়েন নীতীশ। হায়দরাবাদ দলগত ৩৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। তিনি ক্রিসে এসে প্রথম বলেই বোল্ড হন। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন শাহবাজ। হায়দরাবাদ ৩৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এনরিখ ক্লাসেন। স্টার্ক ৩ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন।
21 May 2024, 07:57 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: বৈভবের ওভারে ১২ রান
চতুর্থ ওভারে ফের বল করতে আসেন বৈভব আরোরা। তাঁর ওভারে একটি নো বলে চার মারেন রাহুল ত্রিপাঠী। ওভারে মোট ১২ রান ওঠে। ৪ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৩৩ রান। ১৩ বলে ২২ রান করেছেন রাহুল ত্রিপাঠী। মেরেছেন ৪টি চার। ৬ বলে ৪ রান করেছেন নীতীশ রেড্ডি। বৈভব আরোরা ২ ওভারে ১৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
21 May 2024, 07:51 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: ডিআরএস না নেওয়ায় বেঁচে গেলেন ত্রিপাঠী
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে একটি চার মারেন রাহুল ত্রিপাঠী। চতুর্থ বলে স্টার্কের ইয়র্কার ডেলিভারি ত্রিপাঠীর বুটের ডগায় লেগে ব্যাটে লাগে। কেকেআর ডিআরএস নেয়নি। তবে রিভিউ নিলে আউট হতেন রাহুল। তৃতীয় ওভারে ৮ রান ওঠে। ৩ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ২১ রান। রাহুল ত্রিপাঠী ১৫ রানে ব্যাট করছেন। স্টার্ক ২ ওভারে ১৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ওভারে বল করতে আসেন বৈভব আরোরা। তাঁর প্রথম বলে ২ রান নিয়ে খাতা খোলেন অভিষেক শর্মা। যদিও ওভারের পঞ্চম বলে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়ে যান তিনি। ৪ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ধ্বংসাত্মক ফর্মে থাকা অভিষেক। হায়দরাবাদ দলগত ১৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতীশ রেড্ডি। বৈভব নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেন করতে নামেন ট্র্য়াভিস হেড ও অভিষেক শর্মা। কলকাতার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম ওভারের দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে বোল্ড করেন স্টার্ক। ২ বল খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফেরে সানরাইজার্স ওপেনার। হায়দরাবাদ রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে। ব্যাট করতে নামের রাহুল ত্রিপাঠী। তিনি ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে ২টি চার মারেন। প্রথম ওভারে ১টি উইকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করে হায়দরাবাদ। আরও পড়ুন:- KKR Get Special Message From Harry Kane: কোয়ালিফায়ারের আগে কেকেআরকে উদ্দীপ্ত করলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেন- ভিডিয়ো
21 May 2024, 07:13 PM IST
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: হায়দরাবাদের প্রথম একাদশ
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর গুরুত্বপূর্ণ প্রথম কোয়ালিফায়ারে টস হারলেন শ্রেয়স আইয়ার। টস জিতে সানরাইজার্স ক্যাপ্টেন প্যাট কামিন্স শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে রান তাড়া করবে কলকাতা নাইট রাইডার্স। যদিও কেকেআর দলনায়ক শ্রেয়স স্পষ্ট জানান যে, তিনি টস জিতলে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন। সুতরাং, টসের ফলাফলে খুশি উভয় দলই।
আমদাবাদের বাইশগজে হালকা ঘাস ও বাউন্স রয়েছে। তবে মাঝে মাঝে পিচে ফাটলও দেখা যাচ্ছে। পিচ রিপোর্টে সুরেশ রায়না ও পার্থিব প্যাটেল জানান যে, এই পিচে ব্যাটে বল আসবে। সুতরাং, রান উঠবে পর্যাপ্ত। সেই সঙ্গে স্পিনাররাও অল্প-বিস্তর সাহায্য পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
KKR vs SRH, IPL 2024 Qualifier 1 Live: ভেস্তে যাবে না তো ম্যাচ?
কলকাতা নাইট রাইডার্সের শেষ ২টি লিগ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে লিগ ম্যাচে বাধা সৃষ্টি করে প্রকৃতি। পরে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস অনুষ্ঠিত হওয়ার পরেও নাইট রাইডার্স মাঠে নামতে পারেনি বৃষ্টির জন্য। এবার কোয়ালিফায়ার ম্যাচেও প্রকৃতি বাধা সৃষ্টি করবে না তো? দুশ্চিন্তায় সমর্থকরা। আশার কথা হল, মঙ্গলবার আমদাবাদে বৃষ্টির পূর্বাভাস নেই। কেকেআর শেষবার মাঠে নেমেছে গত ১১ মে ইডেনে। সুতরাং, ১০ দিন পরে ফের খেলতে নামছেন শ্রেয়স আইয়াররা। ক্রিকেটাররা প্রয়োজনীয় বিশ্রামে তরতাজা হয়ে উঠেছেন সন্দহ নেই। তবে এক্ষেত্রে মোমেন্টাম ভাঙার একটা আশঙ্কা থেকেই যায়। তার উপর ফিল সল্ট দেশে ফেরায় কেকেআরকে এই ম্যাচে কম্বিনেশন বদলে মাঠে নামতে হবে।