ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে শুভমন গিলকে নিয়ে তেমন কেউই খুব বেশি উচ্চবাচ্চ করেননি। কেউ ভাবতেও পারেননি এতদিন এশিয়ার বাইরে একটিও শতরান না পাওয়া ক্রিকেটারটি ইংল্যান্ডে গিয়ে এবারের সফরে প্রথম দুই টেস্টেই ধারাবাহিকভাবে এমন পারফরমেন্স করবেন। লিডসে শতরানের পর এজবাস্টনে শুভমন গিল করেছেন ২৬৯ রান। তবে একটুর জন্য মিস হয়ে গেছে টেস্টে ত্রিশতরান করার বিরল নজিরটি, যার জন্য মন খারাপ মেন্টর যুবরাজ সিংয়ের।
গিলের আউট হওয়ার পিছনে অবশ্য হ্যারি ব্রুকের স্লেজিংও রয়েছে। দ্বিতীয় দিনের চা-পানের বিরতির পর হ্যারি ব্রুক গিলের সঙ্গে একটু মাইন্ড গেম খেলেন। গিলকে দেখে বোঝা যায়নি তিনি ব্রুকের ট্র্যাপে পা দেবেন, গিল বিষয়টি প্রথমে হেসে উড়িয়ে দেন। কিন্তু তিনশো থেকে ৩১ রান দূরে থাকতেই গিল আউট হয়ে যান। তা দেখেই যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বলছেন, তিনশোর এত কাছে গিয়ে আউট হওয়াটা কোনও ভুল নয়, বরং দোষের সামিল।
যোগরাজ সিং বলেন, ‘আমি খুবই খুশি যে যুবরাজ নিজের কেরিয়ারে যা যা পেয়েছে, তা ও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে কোচিংয়ের মাধ্যমে। গিল, আর্শদীপ, অভিষেকদের ও ট্রেনিং দিত। গিল যখন ২০০ করেছিল, তখন আমি চাইছিলাম ও ২৫০ করুক। ব্যাটাররা সেট হওয়ার পর আউট হয়ে গেলে খুব খারাপ লাগে, যুবরাজেরও কষ্ট হয়। এত রান করার পর আউট হয়ে যাওয়ার মস্ত বড় দোষ, সেটা ও বুঝেছে। নামের পাশে অপরাজিত আখ্যা থাকলে, খেলাতেও আত্মবিশ্বাস আসে। গিলকে নিয়ে অনেক অনেক কথা বলেছে, কিন্তু আমি তাঁদের বলব, যদি ক্রিকেট টা না বোঝ, তাহলে কথা বলো না। ও টপ হ্যান্ডে অনেক উন্নতি করেছে ’।
যোগরাজ এরপর শুভমনের প্রশংসা করতে গিয়ে আরও বলছেন, ‘যুবরাজ জানে ক্রিকেটার কীভাবে ততৈরি করতে হয়। যুবরাজ, গম্ভীরদের থেকে ক্রিকেটারদের শেখা উচিত। ওরা কিন্তু ক্রিকেটারদের বকবে যতই রান করুক বা উইকেট নিক না কেন। তেন্ডুলকর ভুল করতে নিজেকে বকত। খেলোয়াড়রা বড় হয়, নিজেকে প্রতিনিয়ত শুধরে নিতে পারলে। বড় ইনিংস খেলার পর আউট হলে, ঠিক কি কারণে আউট হয়েছে, সেই ভুলটা ক্রিকেটারদের বুঝতে হয়। গিলের মধ্যে আরও অনেক কিছু পাওয়ার ক্ষমতা রয়েছে। ও ৩০০, ৪০০ রানও করতে পারে। ব্রায়ান লারা পারলে আমরা কেন পারব না? ওর ডানহাত নিয়ে সমস্যা ছিল। আমি কদিন আগেই যুবির সঙ্গে কথা বলছিলাম, তখন ও আমায় বলল যে বাবার ও অনেক উন্নতি করেছে ব্যাটিংয়ের। ও অনেক রান করবে, ওকে বলেছিল শুধু আউট না হতে। ও এখন মাথা সোজা রেখে ভালো কভার ড্রাইভ খেলে, একদম সঠিক পদ্ধতিতে। সামান্য কিছু পরিবর্তনের জন্য ওর ব্যাটিং পুরো ম্যাজিকের মতো বদলে গেছে ’।