বাংলা নিউজ > বায়োস্কোপ > The Archies: ‘কিছু দরকার হলে বলবি’, অগস্ত্যকে বার্তা 'গর্বিত মামু' অভিষেকের, ‘তোকে মিস করছি’, আদুরে মেসেজ সুহানার
পরবর্তী খবর
The Archies: ‘কিছু দরকার হলে বলবি’, অগস্ত্যকে বার্তা 'গর্বিত মামু' অভিষেকের, ‘তোকে মিস করছি’, আদুরে মেসেজ সুহানার
1 মিনিটে পড়ুন Updated: 07 Dec 2023, 01:56 PM ISTSubhasmita Kanji
Abhishek and Suhana on Agastya: ৭ ডিসেম্বর মুক্তি পেল দ্য আর্চিস। এই ছবি মুক্তির আগে বিশেষ বন্ধুকে নিয়ে কী বললেন ছবির অন্যতম অভিনেত্রী সুহানা খান? মামা অভিষেক বচ্চনই বা কী লিখলেন তাঁকে নিয়ে?
অগস্ত্যর জন্য কী লিখেলন অভিষেক-সুহানা?
৭ ডিসেম্বর মুক্তি পেল জোয়া আখতার পরিচালিত দ্য আর্চিস। আর এই ছবির হাত ধরে একাধিক স্টার কিড পা রাখলেন সিনে দুনিয়ায়। দ্য আর্চিসের হাত ধরেই বলিউডে অভিষেক হল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার, শাহরুখ খানের মেয়ে সুহানা খানের, জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুরের। আর এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অগস্ত্য। কানাঘুষোয় শোনা যায় তিনি এবং সুহানা নাকি প্রেম করছেন। এবার একই ছবি দিয়ে বলিউডে পা রাখলেন তাঁরা। সেই ছবি মুক্তির ঠিক আগে বিশেষ বন্ধুকে নিয়ে কী বললেন সুহানা? মামা অভিষেক বচ্চনই বা অগস্ত্যর জন্য কী লিখলেন?
অভিষেক বচ্চন কী লিখলেন অগস্ত্য নন্দার জন্য?
অভিষেক বচ্চন এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর এবং অগস্ত্যর একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে অগস্ত্যর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই সাদা কালো ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, 'তোমায় যেটা করতে হবে যে মানুষের কাছে পৌঁছতে হবে, আর আমি তোমার হাত ধরে থাকব। সিনেমায় স্বাগত আমার আদরের অগস্ত্য।'
অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। কেউ কেউ লেখেন, 'বচ্চনদের এই বন্ড সত্যিই দেখার মতো।' অগস্ত্যর দিদি নব্যাও মন্তব্য করেছেন মামার পোস্টে। বাদ যাননি ববি দেওল, সোনালি বেন্দ্রে, প্রমুখ।