বাংলা নিউজ > বায়োস্কোপ > Mimi Chakraborty: শহর থেকে বহু দূরে, ‘রাধে রাধে’ বলে দোলের আগেই কোথায় হোলি খেললেন মিমি?
পরবর্তী খবর
‘বসন্ত আগমনে লাগল কি দোল…’। বসন্তে এসে গিয়েছে, আর তার হাত ধরে এসে হাজির হতে চলেছে দোল। আর তো মাত্র দুটো দিন। তবে দোলের আগেই একটু অন্যভাবে দোল সেলিব্রেট করতে শহর থেকে অনেক দূরে পৌঁছে গিয়েছেন প্রাক্তন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।
শহর থেকে দূরে গিয়ে দোলের আগেই রং খেলে ফেলেছেন মিমি। কপালে, মুখে আবির মেখে রঙিন হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর মাথায় সাদা ওড়না ঢাকা। আর পরনে উজ্জ্বল সবুজ রঙের সালোয়ার কামিজ। তারই এক টুকরো মুহূর্ত X-এ (পূর্বে টুইটার) পোস্ট করে মিমি শুরুতেই লিখেছেন, ‘রাধে রাধে’। তারপরই লিখেছেন, ‘ভালোবাসা আর এই ভয়ের দেশে আমার জন্য হোলি একটু তাড়াতাড়ি শুরু হয়েছিল।’ এই ক্যাপশানের সঙ্গে লাভ ইমোজি দিয়েছেন মিমি।
আরও পড়ুন-‘রং খেলার পর ওই পোশাকেই বাড়ির দালানে বসে খেতাম লুচি- আলুরদম’, দোলের কথা বললেন 'দাদা' সৌরভ